Bangla News Dunia, দীনেশ : ২০২৪ এর এপ্রিল। বিহারের (Bihar) এক জনসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সভা চলাকাল আচমকা নীতীশ কুমার মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করেন। ৮ মাস পর ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। যদিও এবার আর প্রধানমন্ত্রীর পা ছুঁতে পারেননি নীতীশ। তার আগেই বিহারের মুখ্যমন্ত্রীর হাত ধরে করমর্দন করলেন নমো।
আরো পড়ুন :- মুসলিম-ল বোর্ডকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি বিজেপি নেতার !
আরো পড়ুন :- ৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার, এই চাঞ্চল্যকর ঘটনা কোথায় ঘটলো, জানতে পড়ুন
আরো পড়ুন :- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন ট্রাম্পের, কী বললেন রাশিয়ার প্রেসিডেন্ট? জেনে নিন
দেখা গেছে, ভরা মঞ্চে একসঙ্গে বসে রয়েছেন নরেন্দ্র মোদি এবং আরও অনেকে। আচমকাই মঞ্চে প্রবেশ করেন নীতীশ কুমার। দ্রুত এগিয়ে এসে তিনি স্পর্শ করতে যান প্রধানমন্ত্রীর পা। সঙ্গে সঙ্গে নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন মোদি। নীতীশের তাঁর হাত ধরে করমর্দন করে তাঁকে পাশের আসনে বসান। মজার ব্যাপার হল মোদি ও নীতীশ কুমার প্রায় সমবয়সী। মাত্র ৬ মাসের বড় মোদি। বর্তমানে মোদির বয়স ৭৪, নীতীশের ৭৩। তাই নীতিশের বারবার মোদির পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা ঘিরে শুরু হয়েছে জল্পনা।
CM Nitish Kumar and PM Narendra Modi – This time in Darbhanga, though pic.twitter.com/FTaAdFbYu0
— Arun Kumar (@ArunkrHt) November 13, 2024
অন্যদিকে, নীতীশের এ আচরণে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এক বছর আগেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় প্রধানমন্ত্রী হিসেবে যার নাম ভাবা হয়েছিল, তিনিই কিনা প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন? অতীতেও তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। এমন আচরণে নীতীশকে উদ্দেশ্য করে বর্ষীয়ান আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) বলেছিলেন, ‘মানুষের পায়ে ধরাই তো ওর স্বভাব।’ পাশাপাশি সমালোচনা করেছিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিনি বলেছিলেন, ‘মানুষ আমার কাছে জানতে চায় কেন আমি নীতীশ কুমারের সমালোচনা করি, যেখানে আমি অতীতে ওঁর সঙ্গে কাজ করেছি। উনি আসলে তখন একেবারেই একদম অন্য একটা মানুষ ছিলেন। নিজের আত্মাকে বিক্রি করতে চাননি। একজন রাজ্যের প্রধানের জন্য মানুষ গর্বিত হয়। কিন্তু নীতীশ কুমার বিহারকে লজ্জিত করেছেন মোদির পা ছুঁয়ে। উনি চান মোদির পা ধরে ক্ষমতায় টিকে থাকতে।’
#END