ফোন কল ড্রপের সমস্যা থেকে রেহাই ! বড় উদ্যোগ কেন্দ্রের

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- কথা বলতে বলতে আচমকা ছেদ পড়ে যায় কথায়। টেলিকম শিল্পের উল্লম্ফনের যুগে মোবাইল ফোনে বার্তা বিনিময়ের এহেন সমস্যায় পড়েননি এমন লোক ভূভারতে হয়তো খুঁজে পাওয়া যাবে না। মোবাইল ফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ, এই ‘কল ড্রপ সমস্যা’র (Call Drops) স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ করছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। দেখা গিয়েছে, কল ড্রপ সমস্যার পিছনে থাকে নেটওয়ার্ক জ্যাম, অপর্যাপ্ত পরিকাঠামো, দুর্বল সিগন্যাল ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়। এই দুর্বলতাগুলি দ্রুত ঝেড়ে ফেলতে কাজ শুরু করেছে টেলিকম মন্ত্রক (Telecom Ministry)।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে মাসিক ভিত্তিতে কলের মান যাচাই করা হবে। আগে এটা প্রতি তিন মাসে একবার হত। এর পাশাপাশি আগের তুলনায় এবার টাওয়ার স্তরের পরিবর্তে সরাসরি স্মার্টফোন স্তরে কলের গুণমান পরীক্ষা করা হবে। আগে স্থানীয় সেবা ক্ষেত্র (এলএসএ) পর্যায়ে কলের মান যাচাই করা হত। কিন্তু এখন তা মাইক্রো স্তরে সেলভিত্তিক পর্যবেক্ষণ করা হবে। দেশব্যাপী সংযোগ বাড়াতে ২৭,০০০ টাওয়ার স্থাপন ও ২৬,০০০ গ্রামকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করেছে টেলিকম মন্ত্রক। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক জালিয়াতি এবং স্পুফ কল (পরিচয় গোপন করে ফোন) আটকাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন