ব্যাংকের KYC নিয়ে RBI এর নতুন নিয়ম ! সুবিধা হবে সাধারণ গ্রাহকদের

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি সার্কুলার জারি করে KYC সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করেছে। এই আপডেটগুলি গত ৬ই নভেম্বর ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। এই আপডেটগুলি KYC প্রক্রিয়াকে সহজ করে তুলবে। পাশাপাশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরবিআই কেওয়াইসি নিয়ে একগুচ্ছ নিয়মের পরিবর্তন করেছে। যেখানে ৬টি নিয়মের সংযোজন করা হয়েছে। একই সাথে আগের কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। যেখানে কত বছর অন্তর অন্তর গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে হবে, সে সম্পর্কেও বলা হয়েছে। কেওয়াইসি-র কোন কোন নিয়মে পরিবর্তন এসেছে, আজকের প্রতিবেদন থেকে বিস্তরে জেনে নিন। তার আগে কেওয়াইসি সম্পর্কে একটু বুঝিয়ে বলা যাক।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

KYC কী?

বর্তমানে কমবেশি সকল ভারতীয়দের একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। আর এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে বা সক্রিয় রাখতে গেলে কেওয়াইসি করা জরুরি। KYC যার অর্থ Known Your Customer। কেওয়াইসি এমন এক প্রক্রিয়া যার দ্বারা গ্রাহকের পরিচয় যাচাই করা হয়। এর জন্য ব্যাঙ্কে গ্রাহকের পরিচয় ও ঠিকানার প্রমান পত্র এবং একটি সাম্প্রতিক ফটোগ্রাফ প্রদান করতে হয়। বর্তমানে আর্থিক জালিয়াতির সংখ্যা বহুগুণে বেড়ে গেছে। কেওয়াইসি করা থাকলে জালিয়াতি কম হবে। অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধ করার জন্য KYC করা অপরিহার্য। আপনি যদি কেওয়াইসি না জমা করেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

RBI-এর KYC আপডেটগুলি কী?

১) ব্যাঙ্কে কেওয়াইসি করা আছে এমন গ্রাহকরা যদি একটি নতুন অ্যাকাউন্ট খোলেন বা একই প্রতিষ্ঠানের মধ্যে একটি ভিন্ন পরিষেবা ব্যবহার করেন তবে তাদের আর নতুন করে KYC করতে হবে না। অর্থাৎ একবার KYC করলে আর করতে হবে না।
২) যে সমস্ত গ্রাহকরা হাই রিস্ক এর আওতায় রয়েছে, তাদের প্রতি দুই বছর অন্তর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।
৩) মিডিয়াম রিস্ক এর আওতাধীন গ্রাহকদের প্রতি ৮ বছর অন্তর কেওয়াইসি আপডেট করতে হবে।
৪) লো রিস্ক বা কম ঝুঁকি সম্পন্ন অ্যাকাউন্টের গ্রাহকদের ১০ বছর অন্তর KYC আপডেট করতে হবে।

উল্লেখ্য, ব্যাঙ্ক বা প্রতিষ্ঠানগুলিকে KYC আপডেট তথ্যগুলি সেন্ট্রাল কেওয়াইসি রেকর্ড রেজিস্ট্রি বা CKYCR এ আপডেট করতে হবে। গ্রাহকরা তথ্য জমা দেওয়ার ৭ দিনের মধ্যে এই তথ্য CKYCR এ আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন নিয়মের ফলে গ্রাহক ও ব্যাঙ্ক উভয়ের ক্ষেত্রে KYC প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন