মোদী কোনও দিন সংবিধান পড়েননি ! বিস্ফোরক রাহুল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

rahul-modi

Bangla News Dunia , Pallab : মহারাষ্ট্র ভোট চলাকালীন সংবিধান ইস্যুতে নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া সমালোচনা করেন তিনি। এবং বিজেপির বিরুদ্ধে সংবিধান ও দেশের জাতীয় প্রতীককে অসম্মান করার অভিযোগ আনেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি মন্তব্য করেন যে, রাহুল গান্ধী যে “লাল বই” অর্থাৎ সংবিধান তুলে ধরছেন, তা “ফাঁকা পাতা” ছাড়া কিছু নয়। এর জবাবে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মনে করেন বইটি ফাঁকা, কারণ তিনি কখনও সেটি পড়েননি।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস যে লাল বই তুলে ধরছে, তা ফাঁকা। সেখানে কিছু নেই।” মোদির মন্তব্যের পরই রাহুল গান্ধী পাল্টা বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী এই বইটিকে ফাঁকা ভাবেন, কারণ তিনি সেটি পড়ার প্রয়োজন বোধ করেন না। সংবিধানকে সম্মান না করার মনোভাব বিজেপির রাজনীতিতে বারবার প্রতিফলিত হয়েছে।”রাহুল গান্ধীর দাবি, বিজেপি বারবার সংবিধানের বিরোধিতা করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করছে।

তিনি বলেন, “বিজেপি সংবিধানকে গুরুত্ব দেয় না, তারা বারবার এমন পদক্ষেপ গ্রহণ করছে যা আমাদের সংবিধান এবং গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করছে। সংবিধান কেবল একটি বই নয়; এটি আমাদের অধিকার ও স্বাধীনতার প্রতীক।” #End

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন