নভেম্বর মাসে পশ্চিমবঙ্গে আবার নতুন ছুটি ঘোষণা। জানুন কোন কোন দিন ছুটি থাকছে ?

By Bangla news dunia Desk

Published on:

mamata banerjee

 

Bangla News Dunia, দীনেশ :- আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই সঙ্গে থাকে লম্বা ছুটি (Holiday). যে কারণে সারা বছর ধরেই কমবেশি ছুটি পেয়ে থাকি আমরা। বছরের শুরু থেকে রাজ্য সরকার ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে। সে ক্যালেন্ডারে উল্লেখ থাকে কোন কোন দিন ছুটি থাকছে। তবে এছাড়াও আরো বেশ কিছুদিন বিশেষ ছুটির (Special Holiday) ঘোষণা করা হয়। সরকারি তরফে সে বিশেষ ছুটির দিনগুলি আলাদাভাবে উল্লেখ করা হয়।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

Special Holiday in West Bengal

বছরের শুরু থেকে নানান ধরনের উৎসব এবং অনুষ্ঠানের কারণে বঙ্গবাসী একের পর এক ছুটি (Holiday) পেয়েছে। ইতিমধ্যে ২০২৪ সাল প্রায় শেষ পর্বে পৌঁছে গিয়েছে। হাতে রয়েছে আর মাত্র দুই মাস। এই দুই মাসেও রয়েছে একগুচ্ছ ছুটি। গত অক্টোবর মাসে ছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এছাড়াও লক্ষ্মীপুজো এবং দীপাবলি অনুষ্ঠান পড়েছিল অক্টোবর মাসে। অক্টোবর মাস পেরিয়ে নভেম্বর এসেছে। সকলের প্রশ্ন, নভেম্বর মাসে কোন কোন দিন ছুটি থাকছে? যদি আপনিও এই মাসের ছুটির তালিকা সম্পর্কে না জানেন তবে এই প্রতিবেদন আপনার জন্য। নভেম্বর মাসে কোন কোন দিন ছুটি পাবেন আসুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

নভেম্বর মাসে কোন কোন দিন ছুটি থাকছে?

পুজোর ছুটি শেষ হতে না হতে আবারও বাংলায় ছুটির খবর। পুরো এই নভেম্বর মাস জুড়েই রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটি আর ছুটি। নভেম্বর মাস জুড়ে মোট ১৪ দিন ছুটির নয়া ঘোষণা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন কবে কবে ছুটি? তাই কোন কোন দিন কিসের ছুটি দেখে নিন এক নজরে।

গত ৩১ অক্টোবর ছিল কালীপূজা ও দীপাবলি। আর তার জন্য ছুটি তো ছিলই, রাজ্য সরকারের তরফ থেকে কালীপূজার পরের দিন শুক্রবার (১ নভেম্বর) এবং তারপরের দিন অর্থাৎ শনিবার (২ নভেম্বর) আলাদাভাবে ছুটি ঘোষণা করা হয়। ৩ নভেম্বর রবিবার সাধারণভাবেই উইকেন্ড। এই দিন ছুটি এমনিতেই থাকছে। আবার, ছুটির দিন হলেও সেই দিন পড়েছে ভাইফোঁটা। তাই রবিবারের ঠিক পরের দিন অর্থাৎ ৪ নভেম্বর তারিখেও অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

তবে এখন নভেম্বর মাসের ১৫ তারিখ। এদিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে এমনিতেই ছুটির ঘোষণা করা হয়েছে। আগামীকাল ১৬ নভেম্বর থাকছে অতিরিক্ত ছুটি। ১৭ নভেম্বর রবিবার। এই দিন উইকেন্ড থাকায় ছুটি থাকছে রাজ্যে। আবার মাসের শেষ পর্বে অর্থাৎ আগামী ৩০ নভেম্বর শনিবার দিন ছুটি থাকছে। আগামী মাসের শুরুতে অর্থাৎ ১ ডিসেম্বর রবিবার পড়ায় সাধারণভাবে ছুটি থাকছে রাজ্যে।

অর্থাৎ বুঝতেই পারছেন, নভেম্বর মাস জুড়ে ছুটি চলবে বঙ্গে। তাই আপনি যদি ভেবে থাকেন নতুন একটি প্ল্যান করে টুক করে ঘুরে আসবেন তাহলে কিন্তু তাও সম্ভব। তাহলে আর দেরি কেন চটপট করে ফেলুন সেই প্ল্যান। ‌আর ছুটির দিনগুলিকে কাটিয়ে দিন আনন্দে।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন