‘আমার প্রিয় বন্ধু তুলসী গ্যাবার্ডকে আন্তরিক অভিনন্দন’, মার্কিন গোয়েন্দা অধিকর্তাকে শুভেচ্ছাবার্তা মোদির

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- প্রথম কোনও হিন্দু আমেরিকার গোয়েন্দা অধিকর্তাপদে আসীন হলেন, তিনি তুলসী গ্যাবার্ড। সদ্য শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর তার ঠিক পরেই গোয়েন্দা অধিকর্তা হিসাবে দায়িত্ব নিলেন তুলসী। আর এই নতুন দায়িত্ব পাওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন  নরেন্দ্র মোদি।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

তুলসী গ্যাবার্ডকে লেখা শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “আমার প্রিয় বন্ধু তুলসী গ্যাবার্ডকে আন্তরিক অভিনন্দন, মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসাবে তাঁর ঐতিহাসিক নিয়োগের জন্য!” তাঁর সংযোজন, “’তুলসীর হিন্দুমতে বিশ্বাস এবং মূল্যবোধকে গর্বিতভাবে আপন করে নেওয়া সর্বদা আমাদের মধ্যে গভীর সংযোগের উৎস, ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং আধ্যাত্মিক ঐতিহ্যের সেতু হিসাবে কাজ করে।”

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

গোয়েন্দা বিভাগের প্রধানদের মতো অভিজ্ঞতা না থাকলেও দুই দশকেরও বেশি সময় ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন তুলসী। তিনি যদিও এর আগে ডেমোক্র্যাট সদস্য (Former Democrat) ছিলেন। ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়েও নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। এরপর ২০২২ সালে ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। চলতি বছরের শুরু থেকে ট্রাম্পকে সমর্থন করা শুরু করেন তিনি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পাশেই প্রথম থেকে ছিলেন তুলসী। জানা গিয়েছে, তুলসীর দায়িত্বে থাকবে আমেরিকার ১৮ টি গোয়েন্দা এজেন্সি।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন