মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরুর আগেই নতুন নির্দেশ জারি মধ্যশিক্ষা পর্ষদের, সময় থাকতে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

exam

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বলতে গেলে মাধ্যমিক পরীক্ষাকেই (Madhyamik Exam 2025) বোঝায়। এই পরীক্ষার সাথে জড়িয়ে থাকে একজন ছাত্র ছাত্রীর আগামী সম্পূর্ণ ভবিষ্যৎ। মাধ্যমিকের ফলাফল অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরবর্তী উচ্চশিক্ষার জন্য এবং চাকরির পরীক্ষা গুলোর জন্য। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) আগে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Test Exam) নেওয়া হয় স্কুলের তরফ থেকে (WBBSE).

Madhyamik Exam 2025 Guidelines on Test Exam

এই টেস্ট পরীক্ষার নেওয়ার মুখ্য কারণ হলো একজন মাধ্যমিক পরীক্ষার্থী কত টুকু তৈরি হয়েছে সেটা পরীক্ষা করে নেওয়া। মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) করে থাকলেও স্কুলের তরফ থেকেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র করা হয়। এই বছরের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ শে নভেম্বর, শেষ হবে ৩০ নভেম্বর (Madhyamik Exam 2025).

 

আরো পড়ুন:- কীভাবে সারাবেন মূত্রনালীর সংক্রমণ? জানুন ইউটিআই এড়ানোর ৫ সহজ উপায়

মাধ্যমিক পরীক্ষা ২০২৫

এরই মধ্যে বুধবার মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল গুলোর জন্য। এর আগের বছর মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে, তাই এইবার আগাম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে (Madhyamik Exam 2025). টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করার আগে কি কি নির্দেশ মানতে হবে স্কুল গুলোকে জেনে নিন এক ঝলকে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

পাঠ্য পুস্তকের বহিরাগত কোন প্রশ্ন মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় থাকতে পারবে না। গত বছর একটি স্কুলের টেস্টের প্রশ্নপত্রে এমন একটি প্রশ্ন রাখা হয়েছিল, যেটি পাঠ্য পুস্তকের সিলেবাসের অন্তর্গত ছিল না, তাই এই প্রশ্ন নিয়ে অনেক বিতর্কের সূচনা হয়েছিল। এই বছর মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দিয়ে দিয়েছেন, পাঠ্য সূচির বাইরে থেকে কোন রকম প্রশ্ন করা যাবে না।

যদি কোন স্কুল কর্তৃপক্ষ সিলেবাস বহির্ভূত প্রশ্ন করেন, তাহলে সেই দায় বর্তাবে সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার উপর। একই এলাকার প্রত্যেকটি স্কুল এক সাথে প্রশ্ন পত্র তৈরি করতে পারবে না। প্রত্যেক স্কুলকে আলাদা ভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে। প্রশ্নপত্র তৈরি করে ফেলার পর পরীক্ষার (Madhyamik Exam 2025) আগেই সফট কপি পাঠিয়ে দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে, যাতে মধ্যশিক্ষা পর্ষদ খুব দ্রুত টেস্ট পেপার প্রকাশ করতে পারে।

যেহেতু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আর কয়েকটি দিন বাকি, তাই বেশির ভাগ স্কুল কর্তৃপক্ষ প্রশ্নপত্র তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, তাই রাজ্যে বেশির ভাগ স্কুল গুলো থেকে একটাই প্রশ্ন উঠছে, এত দেরিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়ার কোন অর্থ হয় না, যেখানে প্রশ্নপত্র বেশিরভাগ স্কুলেই তৈরি হয়ে গিয়েছে (Madhyamik Exam 2025).

অনেক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের থেকে জানা যাচ্ছে, স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা সেই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করে। সেক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষক বা শিক্ষিকার প্রশ্নপত্রগুলোকে যাচাই বাছাই করার দায়িত্ব নিতে পারে না একজন প্রধান শিক্ষক বা শিক্ষিকা (Madhyamik Exam 2025). যে কোনো ভুল ভ্রান্তির দায়ভার কেনই বা শুধু প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে নিতে হবে! এমনটাও প্রশ্ন তুলছেন অনেক প্রধান শিক্ষক বা শিক্ষিকা।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের কথায় জানা যাচ্ছে, প্রতিটি স্কুল আলাদা করে প্রশ্নপত্র তৈরি করলে স্কুল কর্তৃপক্ষের ওপর আর্থিক চাপ পড়বে, সেই দিকটিও ভেবে দেখা দরকার মধ্যশিক্ষা পর্ষদের। সব মিলিয়ে, মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া Madhyamik Exam 2025 বা মাধ্যমিক পরীক্ষা ২০২৫ নিয়ে নির্দেশিকা অনেকটা চাপের মুখে ফেলে দিয়েছে রাজ্যের স্কুল গুলোকে।

অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদ এই বছরের মাধ্যমিক টেস্ট পরীক্ষায় যাতে কোন রকম ভুল ভ্রান্তি না হয় তার জন্যই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছেন প্রত্যেকটি স্কুলের জন্য। আর মাধ্যমিক পরীক্ষা ২০২৫ (Madhyamik Exam 2025) নিয়ে আরও কি কি সতর্কতা নেওয়া হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন অনেকে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন