এবার বালুরঘাট, ১৪ লক্ষ টাকা ‘ভ্যানিশ’ পুরসভার অ্যাকাউন্ট থেকে। দেখুন তদন্তে কি চাঞ্চল্যকর তথ্য মিললো

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবার পুরসভার বিপুল অঙ্কের টাকা গায়েবের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৪ লক্ষ টাকারও বেশি। গোটা বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের। ব্যাঙ্কে এই বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি পড়ুয়াদের ট্যাব ও লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে জালিয়াতির একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এবার সরাসরি পুরসভার টাকার হিসাবে গরমিলের অভিযোগ।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র নিজেই জানালেন, মিউনিসিপালিটির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ৩টি চেকের মাধ্যমে মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:- কীভাবে সারাবেন মূত্রনালীর সংক্রমণ? জানুন ইউটিআই এড়ানোর ৫ সহজ উপায়

এদিকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দাবি, তিনি কোনও চেক ইস্যুই করেননি। সমস্ত চেক তাঁদের নিজেদের কাছেই আছে। ফলে কীভাবে এই টাকা কে বা কারা তুলে নিল,তা ভেবে কুল পাচ্ছেন না।

এই বিষয়ে বালুরঘাট থানায় এইআইআর দায়ের করা হয়েছে। এর পাশাপাশি জেলা পুলিশ সুপার ও প্রিন্সিপাল সেক্রেটারির নজরে গোটা বিষয়টি আনা হয়েছে।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান আরও জানান, ‘এই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একদিনের মধ্যে টাকা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। অন্যথা ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তারই খোঁজে নেমেছেন পুলিশের তদন্তকারীরা। গোটা বিষয়ে কী ব্যাঙ্কেরও কোনও যোগ থাকতে পারে? উত্তর খুঁজছেন পুলিশ আধিকারিকরা।ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেও এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন