বিহার সফরে প্রধানমন্ত্রী, সঙ্গে ৬,৬৪০ কোটি টাকার উপহার

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বিহার (Bihar) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুক্রবার সকালে বিহারের জামুই-তে পৌঁছন নমো। ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষ্যে তিনি বিহারে গিয়েছেন। গত তিনদিনে এটা প্রধানমন্ত্রীর তৃতীয় বিহার সফর।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

এদিন প্রধানমন্ত্রী জামুইতে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানানো হয় আদিবাসী (Adibasi) নাচগানের মাধ্যমে। মোদিকে দেখার জন্য সেখানে ভিড় জমান সাধারণ মানুষ। দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন এক বাদ্যকারের হাত থেকে বাদ্যযন্ত্র নিয়ে বাজান প্রধানমন্ত্রী। অন্যদিকে, বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিরসা মুন্ডার (Birsa Munda) সম্মানে প্রধানমন্ত্রী এদিন একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট উন্মোচন করবেন। শুধু বিরসা মুন্ডার জন্মদিন পালন করা নয়, এই অঞ্চলের প্রত্যন্ত গ্রামের উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে প্রায় ৬,৬৪০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন