দেরাদুনের দুর্ঘটনায় শিউড়ে উঠল গোটা দেশ, ঘটনাস্থলে মৃত্যু হল ৬ জনের

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বিএমডব্লিউ গাড়ির সঙ্গে রেষারেষি। প্রাণ হারালেন ৬ জন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে (Dehradun Accident)।

জানা গেছে, একটি গাড়িতে ৭ জন পড়ুয়া দেরাদুনে ঘুরতে গিয়েছিল। পুলিশের (Police) অনুমান সেখানে তাঁরা মদ্যপান করেন। রাত দেড়টা নাগাদ গাড়ি নিয়ে তারা বেরোয়। দেরাদুনের ওএনজিসি চকে একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে শুরু করেন রেষারেষি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে তাদের গাড়িটি। এত জোরে ধাক্কা লাগায় গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আস্ত গাড়ি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনাস্থলে গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়। একজনকে কোনও মতে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বাঁচান আশা ক্ষীণ।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

মৃতরা হলেন, কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নব্যা গোয়েল (২৩), কামাক্ষী (২০), গুনীত (১৯)। এদের মধ্যে কুণাল হিমাচল প্রদেশের বাসিন্দা, বাকিরা সকলে দেরাদুনে থাকত। বাকি একজন সিদ্ধেশ আগরওয়াল (২৫) হাসপাতালে ভর্তি।

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

অন্যদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে। যা দেখে বাকরুদ্ধ গোটা দেশ। ভিডিওটি ইতিমধ্যে মুছে দিয়েছে এক্স। যাতে দেখা গিয়েছে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। কারুর মাথা ধর থেকে সম্পূর্ন আলাদা হয়ে গিয়েছে।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন