ছোট্ট হৃদিকাকে বাঁচাতে আপনাদের সাহায্য চাইলো হৃদিকার বাবা-মা ! লাগবে ১৬ কোটি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সামান্য কিছু টাকা নয় ১৬ কোটি টাকা লাগবে একটি দুধের শিশুকে বাঁচিয়ে আনতে। সাত মাসের একটি ফুটফুটে শিশু হৃদিকাকে(Hridika Das) সুস্থ করে তুলতে হলে এই টাকাটা জোগাড় করতেই হবে। ছোট্ট নিষ্পাপ শিশু, বিরলতম কঠিন রোগে আক্রান্ত, যে রোগ ১০ লক্ষ শিশুর মধ্যে একজনের হয়, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1 (SMA Type 1) এ আক্রান্ত এই ছোট্ট শিশুটি। তার এরমধ্যেই এক জীবনদায়ী ভ্যাকসিনের খুব প্রয়োজন। ওই ভ্যাকসিন দিতে না পারলে ছোট্ট হৃদিকার শরীরে সমস্ত অঙ্গ বিকল হতে শুরু করবে।

এই ভ্যাকসিনের মূল্য ১৬ কোটি টাকা। তবে টাকার সংখ্যাটা নেহাতই কম নয়, কিন্তু আমরা সবাই যদি সামান্য কিছু করে প্রত্যেকে সাহায্য করি তাহলে হয়ত ছোট্ট হৃদিকা আর পাঁচটা শিশুর মতনই বড় হয়ে উঠবে। হাসবে, খেলবে, দৌড়াবে।

সোনারপুরের বাসিন্দা হৈমন্তী দাস ও জগৎজ্যোতি দাসের একমাত্র কন্যা সন্তান হৃদিকা দাস (Hridika Das)। তার বয়স মাত্র ৭ মাস। জন্ম হওয়ার কিছু দিন পরই তারা জানতে পারেন তাদের মেয়ে দুরারোগ্য কঠিন ব্যধিতে আক্রান্ত। যা খুব কম শিশুর মধ্যে হয়। যার খরচ অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যে সেই খরচ যোগান দেওয়া সম্ভব নয়। কিন্তু ছোট্ট মেয়েকে বাঁচানোর তাগিদে সাধারণ মানুষের সাহায্য নিচ্ছেন তারা। কারণ ১৬ কোটি টাকা জোগাড় করা খুব একটা সহজ ব্যাপার নয়। এই টাকা জোগাড় করে দিতে পারেন একমাত্র সাধারণ মানুষই। আর তাদের কাছেই হাত জোড় করে মেয়ের প্রাণ ভিক্ষা চাইছেন অসহায় পিতা মাতা। সতেরো মাসের মধ্যে ওই ১৬ কোটি টাকার ভ্যাকসিন দরকার হৃদিকার। নয়ত একটু একটু করে মরণাপন্ন হয়ে উঠবে ছোট্ট শিশুটি।

 হৃদিকার মা জানান, প্রত্যেকে যদি ১০-২০ টাকা করেও সাহায্য করেন তাহলে হয়ত তাদের একমাত্র মেয়ে প্রাণে বেঁচে যেতে পারে। তিনি সংবাদমাধ্যমের সামনে করজোড়ে সকলকে অনুরোধ করেন, সবাই যেন তাকে যথাসামর্থ্য সাহায্য করেন। ফুটফুটে শিশুটি যেন আর পাঁচটা সুস্থ শিশুর মতনই বড় হয়ে ওঠে। হৃদিকার মাকে সাহায্য করতে চাইলে অবশ্যই তার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তার ফোন নম্বরে সমস্ত ধরনের পেমেন্ট অপশন রয়েছে, কোনও সহৃদয় ব্যক্তি চাইলে 8777062393 এই নম্বরে অর্থ পাঠিয়ে সাহায্য করতে পারেন। পাশাপাশি এই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ জানান হৃদিকার মা হৈমন্তী দেবী। আপনাদের সামান্য সাহায্যে একটি ছোট্ট শিশুর প্রাণ বেঁচে উঠতে পারে।

Bangla news dunia Desk

মন্তব্য করুন