এবার RBI-র কাছে এল হুমকি ফোন, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পড়ুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

RBI

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট একটি হুমকি ফোন পেয়েছে। যার পরেই মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। শনিবার সকাল ১০টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে এই কল করা হয়েছিল। ফোন করা ব্যক্তি নিজেকে লস্কর-ই-তইবার সিইও বলে দাবি করে। তারপরেই বলে, ‘পিছনের রাস্তাটি বন্ধ করুন। একটি ইলেকট্রিক গাড়ি খারাপ হয়ে গেছে।’ এরপরেই সে ফোন রেখে দেয়।

ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রিজার্ভ ব্যাঙ্কের নিরাপত্তা আধিকারিকের দায়ের করা অভিযোগ অনুসারে এমআরএ মার্গ থানায় একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ মামলার তদন্ত শুরু করেছে। সন্দেহ করা হচ্ছে কোন দুষ্কৃতী হুমকি ফোন করে। ফোন কলের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এর আগে বিমান সংস্থাগুলিতে হুমকি ফোন

এর আগে ভারতীয় এয়ারলাইন্সগুলো ক্রমাগত হুমকি ফোন পাচ্ছিল। যেগুলি বেশিরভাগই বিদেশ থেকে করা হচ্ছিল। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এসব হুমকি কলের তদন্ত করছে। এনআইএ-র সাইবার শাখা পুরো বিষয়টি তদন্ত করছে। এনআইএ সূত্র বলছে, এইসব কলের উদ্দেশ্য শুধু হুমকিই নয়, ভারতীয় বিমান চলাচল সেক্টরকে অর্থনৈতিকভাবে দুর্বল করাও। তদন্তকারী সংস্থাগুলি বলছে, বিমানবন্দরের মতো জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি করা এবং ক্ষতি করাই এই ধরনের কল করার উদ্দেশ্য।

গত বুধবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এরকমই একটু হুমকি ফোন আসে। তাতে বলা হয়, বিমানবন্দর বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। তিরুপতির হোটেল সহ মুম্বই এবং দিল্লির একাধিক স্কুলও গত মাসে হুমকি ফোন পেয়েছিল। পরে সেগুলি ভুয়ো বলে জানিয়ে দেয় পুলিশ। সরকার বারবার জনসাধারণকে আশ্বস্ত করেছে যে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এবং বিভিন্ন সংস্থা এই সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করছে।

 

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন