এলিজ়াবেথের পর নরেন্দ্র মোদী, নাইজিরিয়ায় বিশেষ সম্মান প্রধানমন্ত্রীকে

By Bangla News Dunia Rajib

Published on:

modii

Bangla News Dunia , Rajib নাইজিরিয়ায় বিশেষ সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইজার’ (GCON) সম্মানে সম্মানিত করা হয়েছে তাঁকে। কুইন এলিজ়াবেথের পর বিদেশি হিসাবে নরেন্দ্র মোদীই প্রথম এই সম্মান পেলেন। ১৯৬৯ সালে এলিজাবেথকে এই সম্মান দেওয়া হয়।

এই প্রথম বার নাইজিরিয়ায় গেলেন নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছে এক্স হ্যান্ডলে নমো লেখেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট তিনুবু। কিছুক্ষণ আগেই নাইজিরিয়ায় পৌঁছেছি। এমন উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ।’ দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন মোদী।

১৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী সে দেশে গেলেন। রবিবার সে দেশের রাজধানী শহর আবুজায় পৌঁছন নরেন্দ্র মোদী। বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু। সে দেশের ভারতীয়রাও উপস্থিত হন বিমানবন্দরে। ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই বিদেশ সফরে নাইজিরিয়ার পাশাপাশি ব্রাজ়িল ও গায়ানায়ও যাবেন তিনি। ব্রাজ়িলের রিও ডি জেনেইরোতে জি-২০ লিডার্স সামিটে অংশ নেবেন নমো।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন