শেয়ার বাজারে টাকা খুইয়ে লুটের ছক, নয়া তথ্য সামনে

By Bangla News Dunia Rajib

Published on:

tottho

Bangla News Dunia , Rajib মুকুন্দপুরের সোনার দোকানে দুষ্কৃতী হামলার ঘটনায় শেয়ার বাজারের যোগ পেল পুলিশ। মূল অভিযুক্ত দীপঙ্কর পালকে গ্রেপ্তারের পর প্রাথমিক জেরাতে উঠে আসছে তেমনই তথ্য। জানা গিয়েছে, বাইপাস লাগোয়া একটি হাসপাতালে কাজ করে সে। শেয়ার মার্কেটে টাকাও খাটাত।

পুলিশ সূত্রে খবর, শেয়ার বাজারে ধাক্কা খাওয়ায় আর্থিক সঙ্কটে পড়েছিল দীপঙ্কর। এক সঙ্গে প্রচুর টাকা ধারও হয়ে যায় বলে খবর। সেই টাকা জোগাড় করতেই পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজারে সোনার দোকানে লুটের ছক কষে বলেও জানতে পেরেছে পুলিশ।

এই হামলার আগে রীতিমতো রেইকি করে দীপঙ্কর, সূত্র মারফত উঠে আসছে সে তথ্যও। তিন দিনের রেইকিতে দোকানে গিয়ে সোনার গলার চেনও দেখে এসেছিল। একটি ১২ গ্রাম সোনার, অন্যটি ৩ গ্রাম সোনার। প্রায় ১.৪ লক্ষ টাকা দাম সেই গয়নার।

আরো পড়ুন :- ৩০ বছরের কমবয়সীরা মদ কিনতে গেলে বয়স যাচাই হোক, মামলা সুপ্রিম কোর্টে

সূত্রের খবর, রবিবার মুকুন্দপুরে ওই সোনার দোকানে ঢুকে প্রথমে ওই চেনই দেখতে চেয়েছিল দীপঙ্কর। এর পরই ফল কাটার একটি ছুরি দিয়ে আঘাত করে বলে খবর। তবে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে। গণ পিটুনিও দেওয়া হয়।

তার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সময় সাগর নামে আরও একজন দীপঙ্করের পাশে ছিল। তাকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, দু’জনই অন্য রাজ্যের বাসিন্দা। প্রসঙ্গত, রবিবার সকালে মুকুন্দপুর বাজার এলাকার একটি সোনার দোকানে সকাল ১১টা নাগাদ লুটের চেষ্টার অভিযোগ ওঠে।

দোকানের মালিক সঞ্জয় সরকার দুষ্কৃতীতে বাধা দিতে গেল গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়। তাঁর চিৎকার শুনেই এলাকার লোকজন আসেন। কী ভাবে দিনে দুপুরে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দোকানের মালিকও এই মুহূর্তে নার্সিংহোমে চিকিৎসাধীন।

আরো পড়ুন :- পাহাড়ে কর্মসংস্থানে জোর, ৪টি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- দুঃসংবাদ রাসেলকে নিয়ে, চিন্তায় KKR

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন