করোনা কালে বেশি সুদ দেওয়ার কথা জানাল LIC ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- করোনা কালে বেশি সুদ দেওয়ার কথা জানাল LIC ! চাকরি জীবনে অবসর গ্রহণের পর প্রবীন নাগরিকরা ব্যাংকের ফিক্স ডিপোজিটের উপর নির্ভর করেই জীবন ধারন করে থাকেন। তবে বর্তমান করোনা মহামারী পরিস্থিতি দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধসিয়ে দিয়েছে‌। এই পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি রীতিমতো আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যেই সুদের হার কমিয়েছে। এর ফলে সরাসরি ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা।

তবে সব চেয়ে লাভ জনক হলো প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা যোজনাতে বিনিয়োগ করা। সম্প্রতি LIC-র তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এখন থেকে প্রবীণ নাগরিকদের জন্য বার্ষিক ৭.৪০ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। আপনি এই বিশেষ পরিষেবা পেতে প্রবীণ নাগরিকদের licindia.in লিংকে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বা  এজেন্টের মাধ্যমে এই সুবিধা নেওয়া যেতে পারে।

এই প্রকল্পে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকরা ১০ বছরের মেয়াদে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের টাকা মাসে ন্যূনতম ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯২৫০ টাকা পর্যন্ত। এছাড়াও এই প্রকল্পে পেনশন পাওয়ার সুবিধা রয়েছে। আপনি চাইলে মাসিক, ত্রৈমাসিক, ছ’মাস কিংবা এক বছর অন্তর পেনশনের অপশন রাখতে পারেন। এই প্রকল্পে  নির্দিষ্ট মেয়াদের মধ্যে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে সম্পূর্ণ টাকা তার পরিবারকে ফেরত দেওয়া হবে।

আরো পড়ুন :- মাসে ৬০ হাজার টাকা পেনশন ! NPF স্কীমের নিয়মে বদল ঘটালো কেন্দ্র

উলেখ্য আগামী ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত এই প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে।

Highlights

1. করোনা কালে বেশি সুদ দেওয়ার কথা জানাল LIC !

2. আগামী ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত এই প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা প্রকল্পে বিনিয়োগ করা যেতে পারে

#LIC #প্রধানমন্ত্রী #বয় বন্দনা #যোজনা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন