মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ! এই ভাতার টাকা ১০০০ থেকে বেড়ে হল ১৮০০ টাকা, জানুন বিস্তারিত

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের আর্থিকভাবে দুঃস্থ সম্প্রদায়ের উন্নতির জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করেছে। এর দরুণ এবার থেকে আর 1000 টাকা নয়, মাসে মাসে পাবেন 1800 টাকা। তাহেল আর চিন্তা কীসের? আসুন জেনে নিই পুরোটা।

কোন প্রকল্পের অধীনে ভাতা বৃদ্ধি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় জোহর প্রকল্পের অধীনে প্রদত্ত আর্থিক সহায়তায় উল্লেখযোগ্য এই বৃদ্ধি ঘোষণা করেছেন। আগে, এই স্কিমের অধীনে সুবিধাভোগীদের দেওয়া ভাতার পরিমাণ ছিল প্রতি মাসে 1,000 টাকা। এই পরিমাণ এখন প্রতি মাসে 1,800 টাকায় বৃদ্ধি করা হয়েছে।

আরো পড়ুন :- দিল্লির ‘খান চকে’র নাম বদলে দিল মোদী সরকার ! জানুন কি হল নতুন নাম ?

পড়ুয়াদের জন্য যে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী?

জয় জোহর প্রকল্পের অধীনে, সুবিধাভোগীদের জন্য উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। এই প্রচেষ্টার অংশ হিসেবে উপজাতীয় শিক্ষার্থীদের জন্য 310টি নতুন হোস্টেল নির্মাণ করা হবে। এই হোস্টেলগুলি শহরাঞ্চলে শিক্ষা গ্রহণকারী পড়ুয়াদের আবাসন সমস্যা সমাধানে সাহায্য করবে, আরও অনুকূল পরিবেশে পড়াশোনা করতে সক্ষম করবে।

মনে রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গৃহীত পদক্ষেপগুলি রাজ্যের প্রান্তিক গোষ্ঠীর, বিশেষ করে উপজাতি জনগোষ্ঠীর উন্নতি ও ক্ষমতায়নের জন্যই। মনে রাখবেন, জয় জোহর স্কিমটি পশ্চিমবঙ্গের উপজাতীয় সম্প্রদায়কে পেনশন হিসাবে আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে। বলা বাহুল্য, ভাতার এই বৃদ্ধি উপজাতীয় সুবিধাভোগীদের অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ দেবে এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এদিন বিশিষ্ট আদিবাসী স্বাধীনতা সংগ্রামী এবং সামাজিক নেতা বিরসা মুন্ডার 150 তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য, সরকার কলকাতার নিউ টাউনের আদিবাসী ভবনে একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এখানেই আদিবাসী সম্প্রদায়ের মুখোমুখি সমস্যা এবং চ্যালেঞ্জগুলি মোকাবেলায় রাজ্যের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন :- মাত্র ৫ বছরেই কোটিপতি, ২ টাকার এই শেয়ারে রিটার্ন ৬৩১৬২%। বিনিয়োগ করার আগে জেনে নিন

আরও কী কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী?

উপজাতীয় উন্নয়নের জন্য বর্ধিত বাজেট বরাদ্দ: এই বছরের বাজেটে উপজাতি উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
উপজাতীয় উপদেষ্টা পরিষদ: শীঘ্রই একটি উপজাতি উপদেষ্টা পরিষদের সভাও ডাকা হবে বলে আশা করা হচ্ছে, যেখানে আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করে, এমন মূল বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে৷ এই পরিষদ আদিবাসী কল্যাণ ও উন্নয়ন সংক্রান্ত উদ্বেগগুলি সরাসরি সমাধান করবে।

আরো পড়ুন :- কেমন হবে ট্রাম্প-মোদীর রসায়ন ? জানালেন জয়শঙ্কর

উপজাতীয় যুবকদের মধ্যে খেলাধুলাকে উৎসাহিত করা: মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলায় আদিবাসী সম্প্রদায়ের অবদানের কথা স্বীকার করেছেন। আস্থা প্রকাশ করে বলেছেন যে আদিবাসী ক্রীড়াবিদরা ভবিষ্যতে অলিম্পিক গেমসে একটি বিশিষ্ট ভূমিকা পালন করবে। এককথায়, এদিন, তিনি উপজাতি সম্প্রদায়ের যুবকদের খেলাধুলা এবং সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতা করার জন্য উৎসাহ দিয়ে গিয়েছেন।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন