Bangla News Dunia , Rajib : ইলন মাস্কের সংস্থার তৈরি রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল ইসরোর কৃত্রিম উপগ্রহ। সোমবার মধ্যরাতে আমেরিকার ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি কমিউনিকেশন স্যাটেলাইট ‘জিস্যাট ২০’। এই কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পৌঁছে দিল স্পেস এক্স সংস্থার ‘ফ্যালকন-৯’ রকেটটি। স্পেস এক্স-ইসরোর এই যুগলবন্দি মহাকাশ গবেষণায় নয়া দিক উন্মোচন করবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
মাস্ক-ইসরোর যুগলবন্দি, স্পেস এক্স-এর রকেটে চেপে মহাকাশে পাড়ি ভারতীয় স্যাটেলাইটের
Published on: