Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- চীনের ভয়ানক মুসলিম বিদ্বেষ ! সব মাধ্যম থেকেই বহু দিন থেকেই খবর শোনা যাচ্ছিল চীনের বিশেষ উইঘুর মুসলিমদের ওপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে চীনা প্রশাসন। কিন্তু অনেকদিন থেকেই এই নিয়ে অনেকবার আন্তর্জাতিক মহলে কথা উঠেছে কিন্তু কোনো সারা কোথাও থেকে মেলেনি। এছাড়াও সম্প্রতি এই ব্যাপারে যে কোনোভাবেই চীন তেমন গুরুত্ব দিচ্ছে না সেটা স্পষ্ট বোঝা গেলো বর্তমান কিছু ঘটা ঘটনায়। সম্প্রতি দেখা যাচ্ছে উইঘুরদের পর এবার হাইনান প্রদেশে বসবাসকারী উতসুল সম্প্রদায়ের মুসলিমদের ওপরে অকথ্য অত্যচার করে চলেছে চিন প্রশাসন। চীনের এই হাইনান প্রদেশ কিনা শিনজিয়াংপ্রদেশ থেকে ১২ হাজার কিমি দূরে।
আরো পড়ুন :- চীনের বিরুদ্ধে বড়ো পদক্ষেপ নেওয়ার ডাক মোদীর !
আন্তর্জাতিক সূত্র থেকে শোনা যায় চিন প্রশাসন উতসুল সম্প্রদায়ের মুসলিমদের জামাকাপড় নিয়েও প্রশ্ন করতে থাকে এছাড়াও তাদের মহিলা, যুবতী, কিশোর সবাই হিজাব বা বোরখা পরে বাইরে বের হয় যেটা নিয়ে আপত্তি ছিল চিন প্রশাসনের। তবে দাড়ি রাখা নিয়ে আপত্তি ছিল চীনের তাই নিয়ে বিক্ষোভ দেখায় উতসুল সম্প্রদায়ের মানুষেরা। শোনা যায় উতসুল সম্প্রদায়ের মানুষেরা হিজাব পরেছে বলেই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে। কোনোভাবেই চিনের এলাকায় সংস্কৃত ও আরবীকে জায়গা দিতে চায় না চিন সরকার। তারা সেই সব মুসলিম নিদর্শন না রাখার পরামর্শ পর্যন্ত দিয়েছে। তাই দেশ জুড়ে মুসলিম সংস্কৃতি ধ্বংস করে ফেলা হচ্ছে।
Highlights
1. চীনের ভয়ানক মুসলিম বিদ্বেষ !
2. দেশ জুড়ে মুসলিম সংস্কৃতি ধ্বংস করে ফেলা হচ্ছে
#China #Muslims