Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মোবাইল ফোন জলে পড়লে কী করবেন ? নিশ্চই জানেন ২জি ফিচার ফোনের জমানা শেষের পথে। ৩-জির জমানা ছাড়িয়ে সকলের হাতে এসে গিয়েছে ৪জি নতুন ফিচার স্মার্টফোন। এক ক্লিকেই গোটা দুনিয়া হাতের মুঠোয় চলে আসছে। তবে কী হবে যদি আপনার স্মার্টফোন হঠাৎ জলে পড়ে যায় ? হয়তো ভুলবশত জলে পড়ে যেতেই পারে অথবা রাস্তায় চলতে চলতে অন্য মনস্ক ভাবে হাত ফসকে জলে পড়ে যেতে পারে।
এক নজরে কী করবেন আর কী করবেন না জেনে নিন ——
১. জল থেকে তুলে ফোন ভালো করে মুছে শুকনো করে সুইচ অফ করে দিন। কাগজ ও টাওয়েল দিয়ে মুছে তাতে ভালো করে জড়িয়ে রাখুন।
২. তা ছাড়াও হেডফোন বা কোনও ইউএসবি লাগানো থাকলে তা খুলে ফেলুন। ফোনে সিম কার্ড, ব্যাটারি ও মেমোরি কার্ডও থাকলে তা খুলে ফেলুন।
৩. ভেজা মোবাইল ফোন চালের বা কোন ড্রামে রেখে দিতে পারেন কিছুক্ষণ। আর্দ্রতা পুরো শুষে নেওয়ার পরে বের করে নিন। কয়েক ঘন্টা রাখুন।
৪. কিন্তু অবশ্যই মোবাইল চালু হলেও প্রয়োজন বুঝে মোবাইল সমস্ত নম্বর, মেসেজ , আরো তথ্য গুলো ব্যাক-আপ করে নিন অন্য জায়গায়।
আরো পড়ুন :- বিনামূল্যের পরিষেবার দিন শেষ ! এবার থেকে টাকার বিনিময়ে মিলবে গুগল মিট
৫. ভুল করেও হেয়ার ড্রায়ার দিয়ে স্মার্টফোন শুকোতে যাবেন না। এতে মোবাইলের ভিতরের কম্পোনেন্ট বিগড়ে যেতে পারে।
৬. অবশ্যই ভালো কোনো মিস্ত্রিকে দেখিয়ে নিন।
এই গুলো মেনে চলুন আর একটু সতর্ক থাকুন।
Highlights
1. মোবাইল ফোন জলে পড়লে কী করবেন ?
2. একটু সতর্ক থাকুন
#মোবাইল ফোন #Tech