হাসিনার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষের নির্দেশ, ইউনূসের নিশানায় হাসিনার দল

By Bangla news dunia Desk

Published on:

yunus, bangladesh

 

Bangla News Dunia, দীনেশ :- এক মাসের মধ্যে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধগুলির তদন্ত শেষের নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। সোমবার তিন সদস্যের ট্রাইবিউনালের প্রধান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্তকারীদের কাজ শেষ করতে বলেছেন। হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তত্পরতার মধ্যেই আগামী দিনে তাঁর দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার চেষ্টাও শুরু হয়েছে ইউনূস সরকারের অন্দরে। এদিন ট্রাইবিউনাল আইন সংশোধনের খসড়া প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, কোনও রাজনৈতিক দল বা সংগঠন খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে সেগুলির স্বীকৃতি স্থগিত অথবা বাতিল হয়ে যাবে। এর আগে ছাত্রলিগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

তবে আওয়ামি লিগকে (Awami League) নিষিদ্ধ করা হোক বা না হোক, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় রীতিমতো হতাশ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন হলে বাংলাদেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে জাতির পক্ষে ততই মঙ্গল।’ অন্তর্বর্তী সরকার সম্পর্কে বিএনপি নেতা বলেন, ‘এই ধরনের সরকার যত বেশিদিন ক্ষমতায় থাকবে তত সমস্যা তৈরি হয়। কারণ, এদের হাতে জনাদেশ নেই। এরা নির্বাচিত সরকার নয়। যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে ততই মঙ্গল।’ এর জবাবে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা তথা ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়। তাই শুধু নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের কাজ নয়। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন করানো হবে।’

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। সেই থেকে ১০০ দিনের বেশি তিনি ভারতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি ইন্টারপোলের দ্বারস্থ হয়ে রেড কর্নার নোটিশ জারির আর্জিও জানিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রবিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি সাফ জানিয়েছেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে। এক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। যদিও ওই চুক্তি মেনে ভারত কতটা সাড়া দেবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম সোমবার শুনানির সময় ট্রাইবিউনালকে বলেন, ‘হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ কাজ করছে।’ এদিন ট্রাইবিউনালের সামনে হাসিনার প্রাক্তন আইনমন্ত্রী, ঘনিষ্ঠ ব্যবসায়ী সহ ১৩ জনকে হাজির করানো হয়েছিল। তাঁদের সকলকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। হাসিনা সহ সব অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছে ট্রাইবিউনাল।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন