মন থেকে করুন শনিদেবের পূজা , জীবনে ফিরবে সুখের দিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মন থেকে করুন শনিদেবের পূজা। অনেকে বলেন জীবনে যখন কোন খারাপ সময় আসে তখন বলা হয় তার উপর শনির কুদৃষ্টি পড়েছে। কিছু শাস্ত্র অনুযায়ী বলে শনির দৃষ্টি একবার কারোর উপর পড়লে তা সহজে ছেড়ে যায় না। তাই শনি দেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি শনিবার করে তার পূজো করা হয়। প্রায় প্রতিটি পরিবারের হিন্দু মহিলারা শনিবার বিশেষ করে উপোষ রেখে শনি দেবের পূজো করেন। তার সংসারের মঙ্গল কামনায় ও পরিবারের সকলের সুস্থ এবং বিপদ মুক্ত ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন।

অনেকেই শনিদেবকে অশুভ বলে কিন্তু এই কথা ভুল যে শনি দেব দুর্ভাগ্যের দেবতা। কিন্তু আসলে তা সত্য নয়। সূর্যদেব ও তার স্ত্রী ছায়াদেবীর পুত্র শনি দেব এজন্য তাকে ছায়াপুত্র বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। তিনি সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র যমদেব এবং কন্যা যমুনা দেবীর অনুজ ভ্রাতা। শনিদেব কিন্তু ভালোর ভালো, আবার খারাপের খারাপ। কর্মফল দাতা শনিদেব কর্মফল দিতে গিয়ে কখনোই কিন্তু তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি।

আরো পড়ুন :- এই ৭ টি টোটকা বদলে দেবে আপনার ভাগ্য। বিস্তারিত পড়ুন

শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর পূজো করা হয়। শনিবার যদি আপনি তিল বা অরহর ডাল দান করেন দেখবেন আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে। আর যদি পারেন তো কিছুটা তিল এবং অরহর ডাল পকেটেও রাখতে পারেন। তাতে আপনার অনেক মঙ্গল হবে।

শনিদেব কালো এবং নীল রঙ খুবই পছন্দ করেন। আপনি যদি শনিবার করে কাজল পড়েন, তাহলেও আপনার জীবনে শান্তি স্থায়ী হবে। শনিদেবের পূজোর সময় পুস্পের সাথে কিছু নীল ফুল রাখুন। আপনার ভাল হবে।

Highlights

1. মন থেকে করুন শনিদেবের পূজা

2. পূজোর সময় পুস্পের সাথে কিছু নীল ফুল রাখুন

#শনিদেব #Puja #Astro #Tips #Life #Style Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন