৫৬ বছরে প্রথমবার, ত্রিদেশীয় সফরের অন্তিম ধাপে গায়ানায় মোদি

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :-নাইজিরিয়া ও ব্রাজিল সফরের পর এবার গায়ানাতে (Guyana) এসে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার সকালে গায়ানায় পা রাখেন তিনি। এটি তাঁর ত্রিদেশীয় সফরের অন্তিম ধাপ। আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন মোদি।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এদিন গায়ানার বিমানবন্দরেই উপস্থিত ছিলেন সেদেশের প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি (Irfan Ali)। দেশের গুরুত্বপূর্ণ নেতানেত্রীরাও উপস্থিত ছিলেন সেখানে। বিমান থেকে নামতেই মোদিকে স্বাগত জানানো হয়। এমনকি ভারত-গায়ানার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসাবে মোদিকে ‘জর্জটাউন শহরের চাবি’ (Key to the City of Georgetown) হস্তান্তর করা হয়। এই সফরকালে মোদি গায়ানার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং সেদেশের পার্লামেন্টে বক্তৃতা দেবেন। দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে ক্যারিবিয়ান অংশীদার দেশগুলির নেতাদের সঙ্গেও যোগ দেবেন মোদি। এছাড়াও সেদেশের ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজিত সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই গায়ানা ও বার্বাডোস প্রশাসন ঘোষণা করেছে, ভারতের প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হবে। জানা গিয়েছে, গায়ানার সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব এক্সিলেন্স’-এ সম্মানিত করা হবে মোদিকে। অন্যদিকে বার্বাডোসের ‘অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোস’ সম্মানেও ভূষিত করা হবে তাঁকে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

উল্লেখ্য, দীর্ঘ ৫৬ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। এর আগে ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি গায়ানায় গিয়েছিলেন।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন