আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বড় লাফ তিলকের, প্রোটিয়া সিরিজ়ের পর টপ থ্রি-তে তরুণ ব্যাটার

By Bangla News Dunia Rajib

Published on:

tilok

Bangla News Dunia , Rajib : আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন ইতিমধ্যেই। দেশের জার্সিতেও নিজের জাত চেনাচ্ছেন ধীরে ধীরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজ়ে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন তিলক বর্মা। বিদেশের মাটিতে সেই পারফরম্যান্সের ফল পেলেন হাতে নাতে। সদ্য প্রকাশিত আইসিসি টি২০ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম তিনে জায়গা করে নিয়েছেন তিলক। এক লাফে ৬৯ ধাপ উপরে উঠে, ৮০৬ রেটিং নিয়ে বর্তমানে তিন নম্বরে রয়েছেন তিনি।

মারকুটে ব্যাটিং কিংবা ঝোড়ো ইনিংস খেলার জন্য যথেষ্ট সুনাম আছে তিলকের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে, হাতের বাইরে চলে যাওয়া অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ়ে দলে জায়গা পেয়েছিলেন তিলক। দেশের জার্সিতে এই সিরিজ়েই আসে তাঁর প্রথম শতরান। সেঞ্চুরিয়নে তৃতীয় টি-২০ ম্যাচে রান তাড়া করতে নেমে ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসের সুবাদে ভারত জয় পায় ওই ম্যাচে। পরের ম্যাচেও সেঞ্চুরির ধারা অব্যাহত রাখেন এই উঠতি তারকা। জোহানেসবার্গে হওয়া সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিলক। প্রায় ২৫৫ স্ট্রাইক রেটে করা তাঁর এই ইনিংস সাজানো ছিল ৯ টি চার এবং ১০ টি ছক্কায়। সব মিলিয়ে ৪ ম্যাচে ২৮০ রান করে সিরিজের সেরাও হন তিলক।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

এছাড়াও কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য আইসিসি টি২০ অল রাউন্ডারদের র‍্যাঙ্কিং তালিকায় শীর্ষে উঠে এলেন ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিং আইরিকে টপকে শীর্ষস্থান দখল করলেন তিনি। তাঁর রেটিং ২৪৪। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ়ে ব্যাটে বলে দলকে ভরসা জুগিয়েছেন হার্দিক। দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের ইনিংস এবং পরের ম্যাচে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেটের স্পেল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ভারতীয় দলের জন্য। তারই ফলস্বরূপ ফের একবার অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে হার্দিক।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

বোলারদের মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছেন অর্শদীপ সিং। তিন ধাপ এগিয়ে এসে বর্তমানে বোলারদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন এই বাঁ হাতি পেস বোলার। প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজ়ে শেষ দুটি ম্যাচে তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

টি২০ ব্যাটারদের তালিকায় ৮৫৫ রেটিং নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। অন্যদিকে বোলারদের তালিকায় ৭০১ রেটিং নিয়ে শীর্ষে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন