সস্তায় মিলবে কনফার্ম টিকিট! বাড়ছে এক্সপ্রেস ট্রেনের জেনারেল কোচ, তালিকা জারি করল রেল

By Bangla News Dunia Rajib

Published on:

station

Bangla News Dunia , Rajib : প্রতিদিন লক্ষাধিক মানুষ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করছেন। তবে যে সমস্যা হামেশাই যাত্রীদের মুখে শোনা যায় সেটা হল টিকিট না পাওয়া আর রিজার্ভ কোচে টিকিট ছাড়া অনুপ্রবেশ। তবে এবার এই সমস্যার সমাধান করতে বড়সড় ঘোষণা এল ভারতীয় রেলের তরফ থেকে। যা শুনে রীতিমত খুশি যাত্রীরা।

এক্সপ্রেস ট্রেনে জুড়েছে ১০০০ জেনারেল কোচ

উৎসবের মরশুম হোক বা ব্যস্ত রুটের ট্রেনে যে সমস্যা নিয়ে বারেবারে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা সেটা হল স্লিপার কিংবা এসি ফার্স্ট ক্লাস, ২ টায়ার বা ৩ টায়ার কোচে ঢুকে পড়েন জেনারেল টিকিটের যাত্রীরা। মাঝে মধ্যেই এমন একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়।এর প্রধান কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে সেটা হল আজও দেশের বেশিরভাগ মানুষ জেনারেল কোচেই যাত্রা করেন। কিন্তু ট্রেন সংখ্যা বাড়লেও জেনারেল কোচের সংখ্যা আর সেভাবে বাড়েনি। তাই অন্য কোচের উপর চাপ বেড়ে যায়।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

তাই এবার জেনারেল টিকিটের যাত্রীদের জন্য সুখবর দিয়ে ট্রেনে এক্সট্রা জেনারেল কোচ যুক্ত করার ঘোষণা করা হয়েছে। হ্যাঁ ঠিকই দেখছেন। এবার ট্রেনে আরও বেশি জেনারেল কোচ থাকবে ফলে ভিড় যেমন কিছুটা কমবে তেমনি উপকৃত হবেন লক্ষাধিক যাত্রীরা। নিচে যে সমস্ত ট্রেনে কোচ যুক্তি করা হবে তার তালিকা দেওয়া হল।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

কোন ট্রেনগুলিতে বাড়ছে জেনারেল কোচের সংখ্যা?

ইতিমধ্যেই রেলের তরফ থেকে কিছু ট্রেনে জেনারেল কোচের সংখ্যা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সেখানেই এক্সপ্রেস ট্রেনগুলির নাম ও তাতে কটি করে বগি যুক্ত করা হবে তা জানানো হয়েছে। এর মধ্যে কয়েকটি হলঃ

১। ভাগলপুর বিক্রমশীলা এক্সপ্রেস – ২টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
২। কলকাতা-উদয়পুর সিটি অনন্যা এক্সপ্রেস – ২টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
৩। কলকাতা-অমৃতসর অকালতখত্ এক্সপ্রেসে – ২টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
৪। মালদা টাউন-সুরাট এক্সপ্রেস – ২টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
৫। জসিডি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেসে – ২টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
৬। হাওড়া-বিকানের এক্সপ্রেসে – ১ টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
৭। হাওড়া-যোধপুর এক্সপ্রেস – ১ টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ
৮। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসগামী হাওড়া-মুম্বাই মেল – ১ টি দ্বিতীয় শ্রেণীর জেনারেল কোচ

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন