Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে হতে পারে মারাত্বক বিপদ ! সকলেই জীবনে ব্যাস্ত। অফিস থেকে বাড়ি সব সময় চলে কোনো না কোনো কাজের ব্যস্ততা। কিন্তু তার সাথে জীবনে কিছুু কাজ সময়ে করতে হয় না হলে বিপদ। নানা কারণে আপনিও হয়তো অনেক সময় প্রস্রাব চেপে রাখেন। কিন্তু জানেন কি, প্রস্রাব চেপে রাখার ফল হতে পারে মারাত্মক। আপনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারেন। হতে পারে নানা শারীরিক সমস্যা।
এক নজরে দেখুন কি কি সমস্যা হতে পারে ——-
১. প্রস্রাবে থাকে রেচন বস্তু ইউরিয়া এবং অ্যামিনো অ্যাসিডের মতো ক্ষতিকর টক্সিক পদার্থ । অনেক সময় প্রস্রাব চেপে রাখলে এই সব পদার্থগুলি কিডনিতে পৌঁছে কিডনিতে পাথরের মতো সমস্যা হতে পারে।
২. আবার অনেকক্ষন প্রস্রাব চেপে রাখলে ব্লাডারে ক্ষতিকর জীবাণু জন্মাতে থাকে। যা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন-এর মতো সমস্যা হতে পারে।
৩. অনেকক্ষন প্রস্রাব চেপে রাখলে ওখানকার ব্লাডার ফুলে যেতে পারে। পরে প্রস্রাব করার সময়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করতে পারেন।
আরো পড়ুন :- আপনি কি ডাস্ট এলার্জিতে ভোগেন ? মুক্তি পান ঘরোয়া উপায়ে
৪. আপনি যদি বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখেন আপনার কিডনির উপরে চাপ বাড়তে থাকে। এটা দীর্ঘদিন চলার ফলে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
৫। আপনি অনেকক্ষন প্রস্রাব না করলে তার ফলে ব্লাডারের মাংসপেশিগুলি প্রসারিত হতে থাকে। এতে ভবিষতে নানা মূত্রের সমস্যা আসতে পারে।
তাই প্রসাব চাপবেন না একটু স্বাস্থের দিকেও নজর দিন। ভালো থাকুন।
Highlights
1. প্রসাব চাপবেন না
2. একটু স্বাস্থের দিকেও নজর দিন
#প্রসাব #Health #Tips #Urine