নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ! দেশ থেকে বেরোলেই হতে পারেন গ্রেপ্তার

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ আদালত। নেতানিয়াহুর পাশাপাশি প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, হামাস নেতা আল-মাসরির বিরুদ্ধেও পরোয়ানা জারি হয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তাঁরা। তিন বিচারকের প্যানেল পরোয়ানা জারির সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ইজরায়েল সরকার যদিও আইসিসির এই পরোয়ানাকে আমল দিতে চয়নি। গাজায় যুদ্ধাপরাধও তারা অস্বীকার করেছে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

গত বছরের ৭ অক্টোবর থেকে সংঘাতের ইজরায়েল-গাজা সংঘাত ব্যাপক আকার নেয়। সেদিন ইজরায়েলে ঢুকে প্রায় ১,২০০ লোককে হত্যা করেছিল হামাস জঙ্গিরা। আরও ২৫০ জনকে অপহরণ করে। এরপর থেকে গাজায় পালটা হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। সেখানে অন্তত ৪৪,০৫৬ জন নিহত হয়েছেন। গাজায় খাবার, জল, বিদ্যুৎ, ওষুধের তীব্র অভাব তৈরি হয়েছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর হামাস নেতা আল-মাসরিকে দায়ী করেছে। আদালত বলছে, ’ওঁরা ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার জনগণকে খাবার, জল, ওষুধ, বিদ্যুৎ সহ বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছে।’

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন