আপনার শহরে বাতাস কতটা দূষিত? জানতে পারবেন গুগল ম্যাপেই

By Bangla News Dunia Rajib

Published on:

kkll

Bangla News Dunia , Rajib : দূষণের জেরে দেশের বিভিন্ন বড় শহরের বাতাসের গুণগত মান তলানিতে ঠেকেছে। দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় শহরগুলির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর তথ্য সামনে আসছে। কিন্তু জেলার শহর বা গ্রামাঞ্চলের বাতাসের হাল কেমন, তা সহজে জানা যায় না। আপনি যেখানে থাকেন, সেই এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স এ বার থেকে জানা যাবে গুগল ম্যাপে। একিউআই সংক্রান্ত হাইপারলোকাল তথ্য দেওয়া শুরু করেছে গুগল ম্যাপ। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইজ়রায়েল, চিলি, সিঙ্গাপুরের মতো ৪০টিরও বেশি দেশে এই পরিষেবা আগেই দিত গুগল। এ বার ভারতেও মিলবে সেই তথ্য।

কোন এলাকায় বাতাসের গুণমান কেমন তা বোঝাতে কালার কোড সিস্টেম ব্যবহার করছে গুগল ম্যাপ। গুগল ম্যাপের মোবাইল এবং ওয়েবসাইট ভার্সনে এই পরিষেবা মিলছে। গুগল ম্যাপের একিউআই ট্র্যাকারে একিউআই-এর রেঞ্জ ০ থেকে ৫০০ পর্যন্ত রয়েছে। এই রেঞ্জ ৬ ভাগে বিভক্ত। প্রতিটি রেঞ্জের জন্য ভিন্ন রঙের শেড ব্যবহার করা হয়েছে। যেখানে বাতাসের গুণমান সবথেকে ভালো, সেই জায়গার রঙ সবুজ। যেখানে বাতাসের হাল সবথেকে খারাপ, সেই এলাকা গাঢ় লাল রঙ দিয়ে বোঝানো হয়েছে গুগল ম্যাপে। যেমন কলকাতার ধর্মতলা চত্বরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখাচ্ছে কমলা রঙের। অর্থাৎ তা খারাপ। কিন্তু যাদবপুর বা টালিগঞ্জের মতো এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স হলুদ। অর্থাৎ সেখানকার বাতাসের মান মাঝারি। দার্জিলিংয়ের একিউআই সবুজ। অর্থাৎ সেখানে বাতাসের হাল ভালো। হাওড়া শহরের একিউআই লাল, অর্থাৎ খুব খারাপ।

কী ভাবে ম্যাপে দেখবেন?

  • গুগল ম্যাপের আপডেট ভার্সন ডাউনলোড করুন আপনার ডিভাইসে।
  • যে এলাকার বাতাসের গুণমান দেখতে চাইছেন, গুগল ম্যাপে সেই এলাকা সার্চ করুন।
  • সেই এলাকা ম্যাপে লোড হলে ম্যাপের ডান দিকের কোণে থাকা ‘লেয়ার’ আইকনে যান। (চৌকো বাক্সের মতো দেখতে এই আইকন)
  • লেয়ারের মধ্যেই আপনি ‘এয়ার কোয়ালিটি’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নির্বাচিত এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখতে পাবেন আপনি।

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন