ইনস্টাগ্রামে রিলস বানিয়ে কত টাকা উপার্জন করা যায় ? কত ফলোয়ারে কত ইনকাম হয় জানুন

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :-  ঘণ্টার পর ঘণ্টা ইনস্টাগ্রামে রিলস দেখে সময় কাটান? স্কল করে ভিডিও দেখেন? জানেন কি এই ইনস্টাগ্রাম ব্যবহার করেই হাজার হাজার টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, বাড়িতে বসে ইনস্টাগ্রামে রিলস বানিয়ে উপার্জন করতে পারেন ১৫,০০০ থেকে ৫০,০০০ টাকা।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। একটা সময় ছিল যখন ইনস্টাগ্রামে শুধু ছবি ও ভিডিও শেয়ার করা হতো। কিন্তু এই প্ল্যাটফর্ম এখন আয়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আপনিও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে এখান থেকে ভিডিও বানিয়ে ভালো টাকা উপার্জন করতে পারবেন। ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে উপার্জন করা গেলেও, কত টাকা উপার্জন করা যায়? এ বিষয়ে অনেকেই জানেন না। কত ফলোইয়ার্স থাকলে, কত টাকা আয় করা যাবে? এই প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে মনোযোগ দিয়ে আজকের প্রতিবেদনটি পড়ুন।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

 

কীভাবে ইনস্টাগ্রামে রিলস বানিয়ে আয় করবেন?

ইউটিউব বা ফেসবুকে যেভাবে ইন ভিডিও অ্যাড এর মাধ্যমে উপার্জন করা যায়, ইনস্টাগ্রামে কিন্তু অ্যাড থেকে উপার্জন করা যায় না। এখানে ব্র্যান্ড পার্টনারশিপ, রিলস বোনাস এবং প্রোডাক্ট বিক্রি করে উপার্জন করতে পারেন।

ব্র্যান্ড পার্টনারশিপ

আপনি যদি ইনফ্লুয়েন্সর বা ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কোনো ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ করে তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন। এভাবে অনেকেই আয় করছেন। হেলথ, ফিটনেস, ট্রাভেল, ফ্যাশন, বিজনেস, লাক্সারি ইত্যাদি ক্যাটাগরির সাথে ব্র্যান্ড পার্টনারশিপ করে প্রচুর টাকা আয় করা যায়। এক্ষেত্রে প্রতি পোস্ট এ ২০০-৪০০ ডলার চার্জ করতে পারবেন। যদিও নতুন ক্রিয়েটারদের থেকে মাইক্রো, ম্যাক্রো এবং মেগা ইনফ্লুয়েন্সাররা এতে বেশি উপার্জন করতে পারবেন।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

রিলস বোনাস

সম্প্রতি ইনস্টাগ্রাম রিলস বোনাস দিতে শুরু করেছে। যেখানে ১০ ডলার পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আপনি আকর্ষণীয় রিলস বানিয়ে এখান থেকে প্রতি মাসে ৭ লাখ টাকার বেশি উপার্জন করতে পারবেন। যদিও রিলস প্লে বোনাস সবার জন্য নয়। এর জন্য আপানকে পবালিক ক্রিয়েটর হতে হবে। এক মাসে প্রতিটি রিলস এ ন্যূনতম ১০০০ ভিউস থাকতে হবে। একটি নির্দিষ্ট ফলোইয়ার্স হওয়ার পর অ্যাকাউন্ট মনিটাইজ করার অপশন পাবেন এবং তার পরই উপার্জন করতে পারবেন।

প্রোডাক্ট বিক্রি

আপনার যদি নিজস্ব ব্যবসা থাকে, তাহলে ইনস্টাগ্রাম ব্যবহার করে আপনি আয় করতে পারবেন। এক্ষেত্রে নিয়মিত আপনার ব্যবসা বা পণ্যের ভিডিও বা রিলস পোস্ট করতে হবে। কমেন্ট বক্সে সেই পণ্য বিক্রির লিঙ্ক দিয়ে দিতে হবে। আর বেশি সংখ্যক অডিয়েন্সদের প্রোফাইলের সঙ্গে যুক্ত করতে হবে।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

কত ফলোয়ার্সে কত টাকা পাওয়া যাবে?

১ থেকে ১০ হাজার ফলোয়ার্স (ন্যানো ইনফ্লুয়েন্সার)- প্রতি পোস্টে ৪ থেকে ১৬ হাজার টাকা আয় করতে পারবেন।
১০ হাজার থেকে ১ লাখ ফলোয়ার্স (মাইক্রো ইনফ্লুয়েন্সার)- প্রতি পোস্টে ১৬,০০০ থেকে ৩০,০০০ টাকা।
১ লাখ থেকে ১০ লাখ ফলোয়ার্স (ম্যাক্রো ইনফ্লুয়েন্সার)- এক একটি পোস্ট এ ৩৫,০০০ থেকে ৬০,০০০ টাকা আয়।
১০ লাখের অধিক ফলোয়ার্স (সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার)- একটি পোস্ট থেকে ১ লাখ টাকার অধিক উপার্জন করতে পারবেন।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন