আরো চাপ বাড়ল চীনের ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আরো চাপ বাড়ল চীনের ! পূর্ব লাদাখে আর চলবে না চীনের কোনো জারিজুরি। সীমান্ত এলাকা নিয়ে আর চীনের কোন রকম আপোষ করতে চায় না ভারত। একথা পরিষ্কার জানিয়ে দিয়েছে ভারত। জাপানের টোকিওতে বিশেষ বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর নাম না করেই এবার চীনকে হুঁশিয়ারি দিয়েছেন। দেখা যাচ্ছে বিভিন্ন বৈঠকের মাধ্যমে আশা করা গিয়েছিল এবার চীনা সেনারা সীমান্ত থেকে পিছু হটবে। কিন্তু তারা পিছু না হটে আবার উল্টে আক্রমণাত্মক ভন্তিতে প্রকাশ্যে আসছে।

aircraft

পূর্ব লাদাখে প্যাঙ্গক লেকের ধারে ভারত ও চীনের দুই দেশের সেনারা মুখোমুখি রয়েছে। যে কোন মুহূর্তেই দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। আগামী ১২ ই অক্টোবর কমান্ডার লেভেলে আরও একটি বৈঠক রয়েছে ভারত চীনের মধ্যে। আশা করা যাচ্ছে, এই বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানে বিশেষ কিছু হতে পারে। অন্য দিকে দক্ষিণ চীন সাগরেও আগ্রাসী চীন যুদ্ধের পরিস্থিতি তৈরি করে রেখেছে। দক্ষিণ চীন সাগরে চীন সরকারের একচেটিয়া আধিপত্য এবং তাইওয়ানের উপর তাদের কতৃত্ব ফলাতে চীন আগ্রাসী। সমুদ্রে চীনের এই দাদাগিরি রুখতে আমেরিকা যুদ্ধের মহড়া দিচ্ছে।

আরো পড়ুন :- ভারতের সামনে টিকতে পারবে না চীন , হুংকার বায়ুসেনা প্রধানের

অন্য দিকে জমি মাফিয়া আগ্রাসী চীন সরকার দক্ষিণ চীন সাগরকে নিজের অংশ বলে মনে করে। অন্য দেশ তথা ভিয়েতনাম, মালেয়শিয়া, ফিলিপিন, তাইওয়ান এর বিরোধ করলে, তাদের উপর হুমকিও দেওয়া হয়। এবার চীনকে রুখতে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সাথে বৈঠক করল ভারত। বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। চীনকে রুখতে সর্ব সময় তৈরী হবে এই দেশ গুলি।

Highlights

1. আরো চাপ বাড়ল চীনের !

2. চীনকে রুখতে সর্ব সময় তৈরী হবে এই দেশ গুলি

#India #LAC #CHINA #JAPAN

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন