১ লা জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে নিয়ম! Jio, Airtel, BSNL-র গ্রাহকদের জন্য খুশির খবর

By Bangla News Dunia Rajib

Published on:

New-Right-of-Way-rule-for-Telecom-Operators-will-be-effective-from-1st-Jan-2025

Bangla News Dunia , Rajib : মোবাইল ব্যবহারকারীদের স্বার্থে সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়ম জারি করা হয়। এই নিয়মগুলি মানতে বাধ্য থাকে টেলিকম অপারেটর কোম্পানিগুলি। সম্প্রতি জানা যাচ্ছে, ফের নতুন নিয়ম আসতে চলেছে যা Airtel, Jio, Vi থেকে BSNL সমস্ত কোম্পানির জন্যই প্রযোজ্য হবে। আগামী ১ লা জানুয়ারি ২০২৫ থেকেই এই নিয়ম প্রযোজ্য হবে।

টেলিকম কোম্পানিদের উদেশ্যে জারি নতুন নিয়ম

সম্প্রতি সরকারের তরফ থেকে টেলিকম কোম্পানির জন্য কিছু নিয়মে বদল করা হয়েছে। গোটা দেশেই এই নিয়ম চালু হয়ে যাবে নতুন বছর থেকেই। এই নিয়মের নাম দেওয়া হয়েছে Right of Way বা ROW। এখন নিশ্চই ভাবছেন এই নিয়ম লাগু হলে কি পরিবর্তন হবে? উত্তর জানতে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

ROW এর ফলে কি সুবিধা হবে?

যেমনটা জানা যাচ্ছে, এই নিয়মের ফলে টেলিকম কোম্পানিগুলি নিজেদের টাওয়ার লাগানোর জন্য নিজেদের তার বা কেবিল ছড়ানোর জন্য সহজেই জায়গা পেয়ে যেতে পারবে। ফলে আরও দ্রুত টাওয়ার লাগানো ও রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। যেটা আদতে গ্রাহকদের আরও ভালো নেটওয়ার্ক পেতে সাহায্য করবে।

কোণায় কোণায় মিলবে 5G পরিষেবা

যত দিন যাচ্ছে ততই হাইস্পিড ইন্টারনেটের ডিমান্ড বাড়ছে। এক্ষেত্রে নতুন নিয়মে টাওয়ার লাগানোর কাজ সহজ হয়ে গেলে সমস্ত টেলিকম অপারেটরগুলি আরও দ্রুত 5G সার্ভিস চালুর কাজ শুরু করতে পারবে বলে মনে করা হচ্ছে। একইসাথে BSNL ও নিজের নেটওয়ার্ক আপগ্রেডের কাজ চালু করেছে, সেটাও আরও তাড়াতাড়ি সম্পন্ন হবে ফলে সস্তায় টেলিকম পরিষেবা পাওয়া যাবে।

সমস্ত রাজ্যে পাঠানো হল নির্দেশ

নতুন রাইট অফ ওয়ে নিয়ম চালু হলে টেলিকম কোম্পানিগুলির পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজেও অনেকটাই সুবিধা হবে। কারণ এই নিয়মের দৌলতে অপটিক্যাল ফাইবার তার ছড়িয়ে দেওয়া যাবে দেশের কোণায় কোণায়। এই মর্মে রাজ্যকে চিঠি লিখে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন, টেলিকম বিভাগের সচীব নীরজ মিত্তল।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন