বিদ্যুৎ বিলে ৩০০ টাকা ছাড় পাবেন এবার থেকে। আবেদন করার উপায় জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

mamata banerjee

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাসির আলো প্রকল্পে (Hasir Alo Scheme 2024) বিদ্যুৎ বিল (Electricity Bill) ৩০০ টাকা ছাড় পেতে চলেছেন অনেকেই। দিন দিন যেই ভাবে মূল্য বৃদ্ধির কারণের জন্য সকল জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যুতের বিলের (Electric Bill) জন্যও মানুষদের খরচ বেড়েই চলেছে। আর এবারে কিছুটা হলেও এই খরচ কমতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

West Bengal Hasir Alo Scheme 2024

রাজ্য সরকার রাজ্যে জন সাধারণের জন্য একাধিক প্রকল্পের (Hasir Alo Scheme 2024) সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্য জন সাধারণ অনেকটাই আর্থিকগতভাবে সহায়তা পেয়েছেন। রাজ্য সরকার এই বিদ্যুতের বিল মুকুব করার জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষ অনেকটাই আর্থিকভাবে উপকৃত হবেন। কিভাবে এই সুবিধা পাবেন দেখে নিন।

 

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

বিদ্যুৎ বিল মকুব

কিছু দিন আগে CESC-র তরফে রাজ্যের যেই সকল জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই সমস্ত জায়গার বিদ্যুতের খরচ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তারা কারেন্টের দাম কমানোর জন্য দাবি তোলে, কিন্তু এখনও পর্যন্ত দাম কমানো নয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি (Hasir Alo Scheme 2024). আবার অনেকেই কেরোসিনের বাতি বা হ্যারিকেন এই সমস্ত ব্যবহার করেই রাত কাটিয়ে দেন।

হাসির আলো প্রকল্প ২০২৪

যাতে আর্থিক বোঝা বেশি না বাড়ে তার জন্যেই এতটা কষ্ট করে থাকেন সেই সমস্ত মানুষজন। রাজ্য সরকার রাজ্যের মানুষদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প সূচনা করেছেন, তেমনি যাতে রাজ্যের সমস্ত মানুষ বিদ্যুতের আলোয় বসবাস করতে পারে তার জন্য আরেকটি নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের নাম হল হাসির আলো প্রকল্প (Hasir Alo Scheme 2024).

রাজ্যের সকল মানুষ যদি বিদ্যুতের আলোয় আলোকিত হতে পারে, তার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার। Hasir Alo Scheme 2024-র মাধ্যমে আপনি ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আপনি যদি এই প্রকল্পে আবেদন করেন তাহলে আপনি তিন মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুব হয়ে যাবে অর্থাৎ বিদ্যুৎ ব্যবহার করার পরও দিতে হবে না কোনো রকম বিদ্যুৎ বিল।

হাসির আলো আবেদনের যোগ্যতা ও নথিপত্র

  • হাসির আলো প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর কাছে বিপিএল রেশন কার্ড থাকতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক ইনকাম ৩ লক্ষ টাকার কম হতে হবে।
  • আপনি শুধুমাত্র আপনার বাড়ির বিদ্যুৎ সংযোগ করার জন্য আবেদন করতে পারবেন।
  • আপনার বাড়িতে যদি বিদ্যুৎ সংযোগ না থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন। বিপিএল রেশন কার্ড, আধার কার্ড, আয়ের প্রমান পত্র সমেত আবেদন করুন।

হাসির আলো প্রকল্পে আবেদন

এই Hasir Alo Scheme 2024 এ আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী যে ইলেকট্রিক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি যদি হাসির আলো প্রকল্পের ফর্ম চান, তাহলে সেখান থেকে ফর্ম পেয়ে যাবেন। ফর্ম পাওয়ার জন্য আপনাকে উপরে উল্লেখিত ডকুমেন্ট গুলো জমা করতে হবে।

ফর্মটি আবেদন করুন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিক তথ্য দিয়ে, এরপরেও ইলেকট্রিক অফিসে জমা করে দিন।আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তি হন তাহলে কিছু দিনের মধ্যেই আপনার আবেদন গ্রান্টেড করা হবে। এরপরে আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ করলেও আপনি তিন মাসের জন্য ৭৫ ইউনিট বিদ্যুৎ পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্য।

 

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন