Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ করতে চান ! ভোট কেন্দ্রিক রাজনৈতিক জীবনের পথ চলা শুরু করেছিলেন ২০ বছর আগে। তার আগে ছিলেন সংগঠনের নানা পদে তিনি আজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তার জন্ম ১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর এই বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব খুব কম সময়ের মধ্যেই নিজের রাজনৈতিক জীবনের ক্যারিশমা দিয়ে উন্নতির শিখরে পৌঁছন। টালমাটাল অবস্থায় তিনি ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টানা ১২ বছরের বেশি গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দারুন ভাবে দায়িত্ব পালন করেছেন মোদী। এরপরে তিনি বিশাল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হন তিনি। ২০১৯ সালে দ্বিতীয় বার জিতে প্রধানমন্ত্রী হন মোদী।
এবার আসি আসল বিষয়ে। ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ করতে চান। তাঁর ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস ও অন্যান্য যোগাযোগের মাধ্যম। যদি প্রধানমন্ত্রীর বাসভাবন বা তাঁর অফিসে ফোন করতে চান তবে ডায়াল করতে হবে এই নম্বরগুলি।
PMO: +91-11-23012312 , PMO Fax: +91-11-23019545, 23016857 , PMO helpline: +91-1800-110-031
আরো পড়ুন :- বিজেপির অভিযানের দিন বন্ধ নবান্ন ! ভয় পেয়েছে সরকার বলল বিজেপি
প্রসঙ্গত প্রধানমন্ত্রীর দফতর প্রচুর অভিযোগ জমা করে। বিভিন্ন মন্ত্রকে সংশ্লিষ্ট অভিযোগ পাঠানো হয়। সেই অভিযোগের সম্পর্কে জানতে ডায়াল করতে হবে 011-23386447। প্রধানমন্ত্রীর দফতরে মেল পাঠাতে[email protected]। মেল আইডিতে মেল করে নিজের সমস্যার কথা জানান । অভিযোগ জানানোর জন্য রয়েছে – https://pmopg.gov.in/pmocitizen/Grievancepmo.aspx, https://www.mygov.in/home/61/discuss/
প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও পাঠাতে পারেন। তাঁর ঠিকানা: Prime Minister Office, South Block, New Delhi, Pin Code – 110011।
আপনি ট্যুইটে প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করতে চাইলে দুটি হ্যান্ডেল হলো @narendramodi অথবা @PMOIndia
Highlights
1. প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ করতে চান !
2. @narendramodi অথবা @PMOIndia
#PMO #MODI