Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় জীবন বীমা নিগমের জীবন উমং (LIC Jeevan Umang) পলিসির মাধ্যমে সকল বিনিয়োগকারীদের মধ্যে এক নতুন ইনভেস্টমেন্ট স্কিমের অপশন এসেছে। আমরা সকলেই এলআইসি (Life Insurance Corporation of India) দেশের সকল আয়ের মানুষদের জন্য নানা ধরণের স্কিম নিয়ে হাজির হয়েছে। আর এই সকল স্কিমে অনেকেই নিজেদের ইচ্ছে অনুসারে বা বিনিয়োগের ক্ষমতার দিক থেকে বিচার করে বিনিয়োগ করতে পারবে।
LIC Jeevan Umang Plan No. 945
আর আজকের এই আলোচনাতে জানানো এলআইসি জীবন উমং (LIC Jeevan Umang) পলিসির মাধ্যমে সকলেই একবার বিনিয়োগ করে দিলে নিজের জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত রিটার্ন পাবেন এবং পলিসি ধারকদের নমিনিকে তার মৃত্যুর পর নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় এই স্কিমে। তাহলে এই স্কিমে বিনিয়োগ করার সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন:–কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন
LIC Jeevan Umang Premium Chart
৯০ দিন থেকে শুরু করে ৫৫ বছর বয়স পর্যন্ত আপনারা এই স্কিমে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে পারবেন। সবথেকে কম ২ লাখ টাকা থেকে শুরু করে নিজেদের ইচ্ছা অনুসারে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। ৩০ থেকে শুরু করে ৭০ বছর পর্যন্ত আপনারা এই প্রিমিয়াম পাবেন এবং ১০০ বছর থেকে আপনার বয়স বাদ দিলে পলিসির মেয়াদ সম্পর্কে জানতে পারবেন।
LIC জীবন উমং পলিসি
নিজের ও পরিবারের সুরক্ষার জন্য আপনাদের উচিত যে এই স্কিমে কাজে লাগবে। ভারতীয় জীবন বীমা নিগমের এই স্কিমে (LIC Jeevan Umang) সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ এবং জীবন বীমা প্ল্যান হিসাবে কাজে লাগাতে পারেন। এককালীন বিনিয়োগের ৮% করে টাকা প্রতি বছর প্রদান করা হয়ে থাকে। আর এর থেকে পাওয়া রিটার্ন সম্পূর্ণ আয়কর মুক্ত।
আর এই জীবন উমং স্কিমে ২ বছরের জন্য আপনাদের সম্পূর্ণ টাকা জমা রাখতেই হবে আর এইটাই নিয়ম আর সেই জন্য আগের থেকে এই সম্পর্কে জেনে নিয়ে বিনিয়োগ করা উচিত সকলের। এছাড়াও যে কোন ধরণের বিনিয়োগ করার আগে সকলের উচিত যে সেই সম্পর্কে জেনে নিয়ে সকল চিন্তা করা উচিত। আর যেহেতু এই স্কিমে বিনিয়োগে নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে তাই একবার এই সম্পর্কে সকলের চিন্তা করা উচিত।
আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের