Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভয়াবহ খাদ্য সংকটে পাকিস্তান ! করোনার মহামারীর পর এবার মারাত্মক খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান। এমনিতেই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ইমরান খানের পাকিস্তানে এখন বাজারে খাদ্য শস্য ভয়াবহ অগ্নিমূল্য। সমস্ত জিনিস যেমন ডাল, রুটি, গম, চিনি, সবজি সব কিছুরই আকাশ ছোঁয়া দাম দেখে নাজেহাল সমগ্র পাকিস্তানবাসী। পাল্লা দিয়ে দাম বেড়েছে চিকেনেরও।
করোনা সংকট কিছুটা কমে যাওয়ার পর দীর্ঘ লকডাউন থেকে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকের পথে এগোচ্ছে। সেখানে শুরু হয়েছে বিয়ের মরশুম। এখন অনুষ্ঠান বাড়ির মেনুতে চিকেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য। কিন্তু প্রায় ১ সপ্তাহ আগে যে চিকেনের দাম ছিল ৯০-১১০ টাকা প্রতি কেজি এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০-২১০ টাকা। এখন এক কেজি গমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। পাক সরকার আশঙ্কা করছে এরকম চললে ডিসেম্বরে আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই রাশিয়া থেকে গম এনে গমের চাহিদা পূরণ করার চেষ্টা হচ্ছে।
আরো পড়ুন :- আরো চাপ বাড়ল চীনের ! বিস্তারিত পড়ুন
পাল্লা দিয়ে বেড়েছে সব নিত্য দরকারি জিনিসের দাম। পাশাপাশি পাকিস্তানের সবজির বাজারও অগ্নিমূল্য। সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৭৫ টাকা। এদিকে টমেটো বিক্তি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা করে। আদার দাম পড়ছে প্রায় ৬০০ টাকা কেজি এবং পেঁয়াজের দাম শুনলেই চোখে জল আসছে প্রতি কেজি দাম প্রায় ৯০ টাকা।
Highlights
1. ভয়াবহ খাদ্য সংকটে পাকিস্তান !
2. পাল্লা দিয়ে বেড়েছে সব নিত্য দরকারি জিনিসের দাম
#PAK #MARKET #ECONOMY #FOOD