বাজবে ২০৮ ঢাক, খাবে ১০,০০০ মানুষ! লটারি জিতে কোটিপতি হতেই উৎসবের আয়োজন দিনমজুরের

By Bangla News Dunia Rajib

Published on:

koti taka

Bangla News Dunia , Rajib : লটারি কেটে কোটি হওয়ার স্বপ্ন কমবেশি অনেকেই দেখে থাকেন। তাছাড়া মাঝের মধ্যেই খবরে শোনা যায় স্বল্প কিছু টাকার টিকিট কেটেই কঁকাল খুলে যায়। তাই কেউ সখে তো কেউ বা মাঝে মধ্যে এক বাজবে ২০৮ ঢাক, খাবে ১০,০০০ মানুষ! লটারি জিতে কোটিপতি হতেই উৎসবের আয়োজন দিনমজুরেরআধটা টিকিট কেটেই ফেলেন। সম্প্রতি এমনই  লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গিয়েছেন নদিয়ার এক দিনমজুর ব্যক্তি।

লটারি কেটে কোটিপতি দিনমজুর

যেমনটা জানা যাচ্ছে, পেশায় দিনমজুরের কাজ করতেন পলাশ দত্ত। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টের নাজিরপুর। মাসখানেক আগে লটারি কিনেছিলেন ভাগ্য ফেরানোর আশায়। তাতেই হল কেল্লাফতে। একেবারে জ্যাকপট বা প্রধম পুরস্কার ১ কোটি টাকা জিতে গিয়েছেন পলাশ বাবু।

কোটিপতি হতেই উৎসবের আয়োজন

লটারিতে জিতলে বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় কি হবে সেই নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। কেউ পুলিশের কাছে আশ্রয় নেন তো কেউ আবার গা ঢাকা দিয়ে দেন। এক্ষেত্রেও শুরুতে ব্যতিক্রম হয়নি। পলাশবাবু প্রথম পুরস্কারে ১ কোটি টাকা জিতেছেন জানার পর কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। তবে আর নয়, এবার রীতিমত উৎসবের আয়োজন করলেন তিনি।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

২০৮ ঢাকি নিয়ে বিরাট কালীপুজো

লটারি জেতার আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য কালীপুজোর আয়োজন করেছেন তিনি। যেখানে ঢাক বাজানোর জন্য নদীয়া, মুর্শিদাবাদ এমনকি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে ২০৮ হন ঢাকি আনা হয়েছে। সাথে ১০ হাজার মানুষের ভোজনের ব্যবস্থাও থাকছে।

কি জানাচ্ছেন বিজেতা?

লটারি যেটা পলাশ দত্তের মতে, ‘রোজ ১০০-২০০ টাকা যায় করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলতে হত। সেখানে মায়ের ইচ্ছায় ১ কোটি টাকা পেয়েছি! তাই এলাকার সমস্ত ঢাকিদের নিয়ে একটা পুজোর আয়োজনের ইচ্ছা হল। তাঁর ইচ্ছাতেই সব হল’।

এদিন নাজিরপুর বাঘা থেকে ৩ কিলোমিটার দূর পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। যা দেখার জন্য রাস্তার দু ধরে ব্যাপক ভিড় জমে গিয়েছিল। লটারি জেতার পর এমন উৎসব সম্পর্কে বলতে গিয়ে নাজিরপুর বাজার কমিটির সম্পাদক জানান, ‘আগেও কিছু লোক লটারি জিতেছেন। তবে, এভাবে মানুষকে নিয়ে অনুষ্ঠান করতে কাউকে দেখিনি।’

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন