Bangla News Dunia, অজয় দাস :- সাদা তিল শুধু মুখরোচ নাড়ু তৈরিতেই ব্যবহার হয় তা না। এই তিলের বিষের উপকারিতা আছে। যা অনেকেরই জানা নেই। সাদা তিলের এই উপকারিতা গুলো জানলে অবাক হবেন।
সাদা তিলে প্রচুর পরিমানে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে , যা নিয়মিত খাদ্য তালিকায় রাখলে আমাদের শরীরের বিভিন্ন দরকারি ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করে।
উচ্চ রক্তচাপ নিরন্তনে সাদা তিল খুবই উপকারী , এছাড়া সাদা তিল মানুষের রূপ ও সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। বিভিন্ন কারণে মুখে যে দাগ হয় তা দূর করতে সাদা তিল বিশেষ ভূমিকা রাখে।
সাদা তিলে থাকা বিভিন্ন উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া সাদা তিলে প্রচুর পরিমানে ফসফরাস ও ক্যালসিয়াম থাকায় আমাদের হাড় মজবুত করে।
আরো পড়ুন :- চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় ! বিস্তারিত পড়ুন
সাদা তিলে প্রচুর পরিমানে ফাইবার পাওয়া যায় , যা মানব শরীরের পাঁচন ক্রিয়াকে মজবুত করতে সাহায্য করে।
ডায়াবেটিস নিরন্তনে সাদা তিল বিশেষ উপকারী , যারা ডায়াবেটিস এর রোগী তারা নাড়ুর বদলে সবজির সাথে সাদা তিল খেতে পারেন।
আরো পড়ুন :- টক দই খাওয়ার বহু উপকারিতা জেনে রাখুন , পেটের জন্য খুবই উপকারী দই
Highlights:-
১. ডায়াবেটিস নিরন্তনে সাদা তিল বিশেষ উপকারী।
২. হাড় মজবুত করতে সাদা তিল বিশেষ উপকারী।
৩. সাদা তিল মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৪. সাদা তিল পাঁচন ক্রিয়াকে মজবুত করতে সাহায্য করে।
#banglanews #sesameseed #healthtips #banglanewsdunia