দ্রুত চরিত্রের বদল হচ্ছে ডেঙ্গুর ! জানুন কতটা বিপদ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

mosquito

Bangla News Dunia , Pallab : অত্যন্ত দ্রুত চরিত্রের বদল হচ্ছে ডেঙ্গুর। কলকাতার মতো বহুতল এবং বসতির সহবস্থান এলাকায় কমছে ডেঙ্গু। ঝড়ের গতিতে বাড়ছে মফসসল এবং গ্রামের দিকে। এমন পরিস্থিতিতে চরম সংকটে স্বাস্থ্যদপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ। প্রশ্ন উঠেছে তবে কি মশার দেহে বসবাসকারী পরজীবীর চরিত্র বদল হচ্ছে ?

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, গত ১৮ নভেম্বর পর্যন্ত খাস কলকাতায় ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ছিল ৯৯৯ জন। যেখানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তর সংখ্যা ২৭, ১৪২জন। গত ২ সপ্তাহে রাজ্যে নতুন করে প্রায় ৪ হাজার আক্রান্ত হয়েছে। মফসসল এলাকায় ডেঙ্গু যে ঝড় তুলেছে তা সরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্টে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে।

১৮ নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল অথবা মেডিক্যাল কলেজে টেস্ট করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন ২১,২০৯ জন। বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে ডেঙ্গু পজিটিভ হয়েছেন ৫,৯৩৩ জন। অর্থাৎ তথ্য বলে দিচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন