GPS দেখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা, অবশেষে নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ল গাড়ি

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ল গাড়ি। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টা নাগাদ উত্তরপ্রদেশের বদাউন জেলার ঘটনা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে ছোটগাড়িতে চেপে খালপুর-ডাটাগঞ্জ সড়ক হয়ে বরেলি থেকে ডাটাগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন। চালক জিপিএস নেভিগেশন দেখে গাড়ি চালাচ্ছিলেন।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

নেভিগেশনে বিভ্রান্ত হয়ে তিনি আচমকা ওই নির্মীয়মাণ সেতুতে উঠে পড়েন। সেই সময় আংশিক নির্মিত সেতু থেকে গাড়িটি রামগঙ্গা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা বলছেন, সেতুর মুখে কোনও সতর্কতা চিহ্ন ছিল না, যার জেরে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তার পর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত চলছে।

আরো পড়ুন :- ২৬ মিনিটে ভাঙল রেকর্ড, পন্থকে সই করিয়ে ইতিহাস লখনৌয়ের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন