মহারাষ্ট্রে বিজেপির জয়ের কারিগর সঙ্ঘের এই কুশলী !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , Pallab : মাল্টিন্যাশনাল কম্পানি ছেড়ে তিন দশক আগে আরএসএস-এ যোগ দিয়েছিলেন অতুল লিমায়ে। ২০২৪ মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি জোটের তাবড় জয়ের পর তিনি এখন খবরের ফোকাসে। বিজেপি জোটের এই জয়ে আরএসএস-র অতুল লিমায়ের নাম বারবার উঠে আসছে। ভোটের আগে কোন সময় অতুলকে ময়দানে আনে সংগঠন? কীভাবে ধীরে ধীরে এই ভোটপর্বের জন্য স্ট্র্যাটেজি সেট করেছিলেন অতুল? দেখে নেওয়া যাক।

আরো পড়ুন :- আবারও বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ !

অতুল লিমায়ে কে- ৫৪ বছর বয়সী আরএসএসর জয়েন্ট সেক্রেটারি অতুল লিমায়ে নাসিকের বাসিন্দা। তিন দশক আগে চাকরি ছেড়ে সংঘে যোগদান করেছিলেন। এরপর থেকে তিনি সম্পূর্ম সময় প্রচারক হিসাবে কাজ করেছেন। মারাঠাওয়াড়া, উত্তর মহারাষ্ট্র, রায়গড়, কোঙ্কণে তিনি বহুদিন কাজ করেছেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর মহারাষ্ট্র, গুজরাট, গোয়ার দায়িত্বে ছিলেন তিনি। l

পরবর্তীকালে সংঘের হয়ে মহারাষ্ট্র পশ্চিমের দায়িত্বে ছিলেন লিমায়ে। সেই সময় থেকে মহারাষ্ট্রের রাজনৈতিক ছবি, বিজেপি নেতাদের শক্তি, দুর্বলতা ভালোভাবে অধ্যায়ন করেন লিমায়ে। বহু রিসার্চ টিম তৈরি করেন লিমায়ে। তা দিয়ে তিনি এলাকার ধর্মীয় দিক, সরকারের নীতি ধীরে ধীরে বুঝে উঠতে শুরু করেন। এরপর আসে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোটের জন্য কাজ। #End

আরো পড়ুন :- রাষ্ট্রপতিকে খুন করতে সুপারি দিলেন উপরাষ্ট্রপতি! দেশ জুড়ে চূড়ান্ত ডামাডোল

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন