Bangla News Dunia , Rajib : বঙ্গবাসীদের জন্যও সম্ভবত এক অভূতপূর্ব চমক আনতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। আদ্যন্ত বাঙালি এক চিকিৎসক এবং অর্থনীতিবিদকে এ বার দেখা যেতে পারে প্রেসিডেন্টের টিমে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রিপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক জয় ভট্টাচার্য সম্প্রতি দেখা করেছেন রবার্ট এফ কেনেডি (জুনিয়র)–র সঙ্গে, যিনি ট্রাম্পের মন্ত্রিসভায় ‘হেল্থ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস’ (এইচএইচএস) বিভাগের প্রধান নিযুক্ত হয়েছেন।
ট্রাম্পের খুবই কাছের এবং প্রিয় পাত্র এই কেনেডি জুনিয়র। জোর জল্পনা, এই সাক্ষাৎ আর কিছুই নয়, চিকিৎসক জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (এনআইএইচ)–এর ডিরেক্টর নির্বাচন করারই প্রাথমিক পর্ব। সব কিছু ঠিক থাকলে প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের এই সংস্থার পুরোধা হতে চলেছেন জয় ভট্টাচার্য।
আরো পড়ুন :- আবারও বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ !