Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোমবার আইপিএল-এর নিলামের দ্বিতীয় দিন। প্রথম দিনে ঝড় তুলেছিলেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। তবে দ্বিতীয় দিনের নিলামে সে রকম ঝড় ওঠার সম্ভাবনা প্রায় নেই। প্রথম দিনেই প্রায় সমস্ত দলই তাদের ঝুলিতে থাকা প্রায় সমস্ত টাকা উজাড় করে দিয়েছে ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য। তাই দ্বিতীয় দিনে দর খুব বেশি উঠবে না বলেই মনে করা হচ্ছে।
এখনও অবধি সবচেয়ে বেশি টাকা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে। তাদের হাতে রয়েছে ৩০ কোটি ৬৫ লক্ষ টাকা। এখনও ৩টে আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে তারা। ৩০.৬৫ কোটি টাকার মধ্যে পাঁচ বিদেশি ক্রিকেটারের পাশাপাশি মোট ৯ জনকে নিতেই হবে তাদের।
মুম্বইয়ের হাতে রয়েছে ২৬ কোটি ১০ লক্ষ টাকা। এর মধ্যে তাদের নিতে হবে অন্তত ৯ জন ক্রিকেটার। যার মধ্যে সাত জন বিদেশিকে নিতে পারে হার্দিক পান্ডিয়ার দল। তবে তাদের হাতে আর কোনও আরটিএম কার্ড নেই।
আরো পড়ুন:–কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন
পঞ্জাব কিংসের কাছে আছে ২২.৫০ কোটি টাকা। অন্তত ছয় ক্রিকেটারকে নিতে হবে তাদের। এখনও ৩টে আরটিএম কার্ড রয়েছে তাদের হাতে। সবচেয়ে বড় কথা তাদের ঝুলিতে শ্রেয়াস আইয়ার ২৬.৭৫ কোটি টাকা খরচ করে তাঁকে নিয়েছে প্রীতি জিন্টার দল।
গুজরাত টাইটানসের হাতে রয়েছে ১৭.৫০ কোটি টাকা। অন্তত চার ক্রিকেটারকে নেবে তারা। এখনও একটা আরটিএম কার্ড ব্যবহার করতে হবে তাদের। তারা জস বাটলারকে সই করিয়েছে ১৫.৭৫ কোটি টাকায়।
রাজস্থান রয়্যালসের হাতে ১৭.৩৫ কোটি টাকা আছে। তারা আরও ১৪ জন ক্রিকেটারকে নিতে পারে। তবে আরটিএম কার্ড নেই তাদের হাতে। এখনও চারজন বিদেশি ক্রিকেটার সই করাতে পারবে তারা।
চেন্নাই সুপার কিংসের কাছে ১৫.৬০ কোটি টাকা আছে। তবে আরটিএম কার্ড আর নেই। আরও ১৩ জনকে সই করাতে পারবে তারা। চারজন বিদেশিকেও দলে নিতে পারবে তারা।
লখনউ সুপার জায়েন্টের পার্সে আছে ৪৮ কোটি টাকা। আরও একটা আরটিএম কার্ড আছে তাদের কাছে। আরও ১৩ জনকে নিতে পারবে এলএসজি।
দিল্লি ক্যাপিটালসের কাছে আছে ১৩.৮০ কোটি টাকা। আরও একটা আরটিএম কার্ড আছে তাদের কাছে। আরও ১২ জনকে নিতে পারবে তারা।
কলকাতা নাইট রাইডার্সের হাতে ১০.০৫ কোটি টাকা। নিলামের শুরুতেও আরটিএম কার্ড ছিল না তাদের কাছে। এখনও ১২ জনকে ক্রিকেটারকে নিতে পারবে তারা।
সানরাইজার্স হায়দরাবাদ দ্বিতীয় দিনের নিলামে বসবে ৫.১৫ কোটি টাকা নিয়ে। ১২ জনকে নিতে পারবে তারা। চার জন বিদেশি ক্রিকেটারকেও সই করাতে পারবে তারা।
সব দলের বকেয়া পার্স
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ৩০.৬৫ কোটি টাকা
মুম্বই ইন্ডিয়ান্স- ২৬.১০ কোটি টাকা
পঞ্জাব কিংস- ২২.৫০ কোটি টাকা
গুজরাত টাইটানস- ১৭.৫০ কোটি টাকা
রাজস্থান রয়্যালস- ১৭.৩৫ কোটি টাকা
চেন্নাই সুপার কিংস- ১৫.৬০ কোটি টাকা
লখনউ সুপার জায়েন্ট-৪৮ কোটি টাকা
দিল্লি ক্যাপিটালস- ১৩.৮০ কোটি টাকা
কলকাতা নাইট রাইডার্স- ১০.০৫ কোটি টাকা
সানরাইজার্স হায়দরাবাদ- ৫.১৫ কোটি টাকা
আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের
#END
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের