পিএম কিষান 18 তম কিস্তি ৬০০০ টাকা কিভাবে পাবেন? অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের মানুষদের অন্নদাতা কৃষকদের (Indian Farmers) সুবিধার জন্য পিএম কিষান (PM Kisan) যোজনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এই সরকারি প্রকল্পের (Government Scheme) মাধ্যমে কৃষকবন্ধুদের (Krishak Bandhu) বার্ষিক আর্থিক সাহায্য করা হয়ে থাকে। আর পিএম কিষাণের মাধ্যমে সকল চাষিভাইদের অনেক সুবিধা হতে চলেছে (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana).

PM Kisan Yojana Online Apply

পশ্চিমবঙ্গ সরকারের তরফে লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এই সকল প্রকল্প ছাড়াও কৃষকদের জন্য কৃষক বন্ধু স্কিম নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য উজ্জ্বলা যোজনা প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছে। এবারে আপনিও যদি ৬০০০ টাকা করে পেতে চান, তাহলে এই PM Kisan প্রকল্পে আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন।

পিএম কিষান যোজনা রেজিস্ট্রেশন 2024

আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে PM Kisan প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। যেই সকল কৃষকের নিজস্ব রেজিস্ট্রি করা জমি থাকতে হবে। প্রত্যেক পরিবার থেকে একজন কৃষক এই সুবিধা পাবেন, যে সমস্ত কৃষক আয়কর দেন সে সমস্ত কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন না।

 

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

পিএম কিষান আবেদন পদ্ধতি

১) আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) তারপর আপনাকে ‘New Farmers Registration’ বিকল্পটি বেছে নিতে হবে।
৩) এরপর একটি আবেদনপত্র আসবে সেখান থেকে আপনাকে ‘Rural Farmer Registration’ বা ‘Urban Farmer Registration’ এই আবেদন পত্রটি বেছে নিতে হবে।

৪) এখন এখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখুন এবং এখানে আপনার ১০ সংখ্যার মোবাইল নাম্বার (PM Kisan KYC) লিখতে হবে।
৫) এরপর আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্য নির্বাচন করতে হবে।
৬) এরপরে আপনি স্ক্রিনে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন সেটি পূরণ করুন।
৭) এরপরই আপনার যে নাম্বারটি ইনপুট করেছেন সেই নাম্বারে একটি ওটিপি আসবে।

৮) যে ওটিপিটি আসবে সেটি স্ক্রিনে ইনপুট করুন, এরপরে রেজিস্ট্রেশন অপশন আসবে সেখানে রেজিস্ট্রেশন করুন।
৯) এরপর আপনার জেলা নির্বাচন করুন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও আধার নাম্বার ইনপুট করুন।
১০) এরপরে আপনার যে সমস্ত ডকুমেন্ট গুলো চেয়েছে সেই গুলো স্ক্যান করে আপলোড করুন। এরপরই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৯ সালে তৈরি করা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM Kisan) চালু করা হয়েছিল দেশের কৃষিকাজকে আরো উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং সেই সাথে কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা দানের জন্য। আপনি যদি এই প্রকল্পের আবেদনের জন্য যোগ্য হন, তাহলে অতি শীঘ্রই এই প্রকল্পে আবেদন করে এই সুবিধা গ্রহণ করুন।

 

আরো পড়ুন:হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন