বিজেপি বিধায়কদের নিয়ে সিনেমা দেখতে গেলেন শুভেন্দু !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Suvendhu

Bangla News Dunia , Pallab : গুজরাতের গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা নির্ভর চলচ্চিত্র ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখতে দল বেঁধে গেলেন বিজেপি বিধায়করা। বিকেলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নিউটাউনের সিটি সেন্টার ২-এ ছবিটি দেখতে যান বিজেপির প্রায় ৫০ জন বিধায়ক।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় ৫৯ জন হিন্দু তীর্থযাত্রীর। সেই ঘটনার পর গুজরাতের বিস্তীর্ণ এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়ায়। যাতে মৃত্যু হয় ৩ হাজারের বেশি মানুষের। সবরমতী এক্সপ্রেসে আগুন লেগেছিল না লাগানো হয়েছিল তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। প্রেক্ষাপটে বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে ‘দ্য সবরমতী রিপোর্ট’।

এদিন সিনেমা দেখতে ঢোকার সময় শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনাকে নিয়ে দশকের পর দশক অপপ্রচার চলছে। আমাদের প্রধানমন্ত্রীকে নানা অপবাদ দেওয়া হয়েছে। এবার সাধারণ মানুষ সত্যিটা জানতে পারবে। আমার সঙ্গে প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক রয়েছেন। সবাই মিলে সিনেমাটা দেখব। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন