Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রথম ধাক্কা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। ২০১৯ সালের তুলনায় বাংলায় পদ্মের আসন কমেছে। সেই রেশ কাটতে না কাটতেই শীতের আগমনের আগে আরও একবার ভোটবাক্সে ধাক্কা খেতে হল বঙ্গ বিজেপিকে। রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে খালি হাতে ফিরতে হয়েছে পদ্ম শিবিরকে। এমনকি, ওই ৬ কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট বিজেপির দখলে ছিল। সবুজ ঝড়ে সেই কেন্দ্রটিও হাতছাড়া হয়েছে বিজেপির। যার জেরে রাজ্য বিজেপি নেতৃত্বের উপর সে দলেরই একাংশের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। সরাসরি রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে অনেক পদ্ম নেতাই সরব হয়েছেন। যে তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, জিতেন্দ্র তিওয়ারির মতো নেতারা। আবার, উপনির্বাচনকে তেমন ‘আমল’ না দিয়ে ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কণ্ঠে।
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
আরজি করের প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি। বাংলার শাসকদলকে কোণঠাসা করতে কম কসুর করেনি তারা। তবুও পুজো শেষে উপনির্বাচনে মানুষের আস্থা কুড়োতে পারল না বিজেপি। যার প্রমাণ ভোটের ফল। কিন্তু কেন ভোটের লড়াইতে বঙ্গভূমিতে বিজয়রথ টানতে পারছে না পদ্ম শিবির? এই নিয়ে নানা মত নানা মহলে। হারের এ হেন পরিণতি নিয়ে বিজেপি নেতাদের একাংশই মুখ খুলেছেন। এক্স হ্যান্ডলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, ‘ব্যর্থতার কারণ অন্যের উপর চাপালে হারতেই হবে। হারের কারণ নিজের অন্দরে খুঁজতে হবে, তবেই জয় আসবে। এটা অরাজনৈতিক হলেও রাজনীতির জন্য় সত্য।’
উপনির্বাচনের ফল প্রসঙ্গে দিলীপ বলেছেন, ‘৬টার মধ্যে ৫টা তৃণমূলের ছিল। ১টা আমাদের ছিল। ২০১৯ সালে এত ভাল ফল করার পরও উপনির্বাচনে আমরা হেরেছিলাম। আবার একুশে জিতেছিলাম সেগুলো। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পরও তাই হচ্ছে। উপনির্বাচন যতগুলো হচ্ছে, তৃণমূল জিতছে। যেমন ইচ্ছা জেতে। এতে বেশি কিছু আশাও কেউ করেনি।’ চলতি বছরে লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনেও মেদিনীপুরে ধাক্কা খেয়েছে বিজেপি। এই প্রসঙ্গে দিলীপ বলেছেন, ‘মেদিনীপুরে কোনওদিন আমরা জিতেছি কি! লোকসভায় আমি লিড পেয়েছিলাম। তারপর বিধানসভায় হেরেছি আমরা। এই লোকসভা নির্বাচনেও হেরেছি। জেতার প্রশ্নই নেই।’ তাঁর সংযোজন, ‘ভোটের ফল ভাল না হলে রাজ্য নেতৃত্বের দিকে আঙুল উঠবে। কিন্তু এখানে উপনির্বাচন এখানকার সরকার করায়। ভোট দিতে বেরোয় না বিরোধীরা।’
দীর্ঘদিন ধরেই বিজেপিতে ‘সক্রিয়’ নয় দিলীপ। এই প্রসঙ্গে বলেছেন, ‘দল আমাকে যতটা বলছে, ততটাই করছি। জেলায় জেলায় সদস্য সংগ্রহ অভিযান চলছে, সেখানে যাচ্ছি। ভোটের প্রচারেও গিয়েছিলাম। তার বেশি নয়। আমার কোনও পদ নেই, কোনও কমিটিতে নেই। দলের সিদ্ধান্ত নিই না। দল যা সিদ্ধান্ত নেয়, তা পালন করি।’ বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, ‘বারে বারে বুঝিয়েও আমাদের কেন্দ্রের নেতারা বুঝছে না। যেভাবে বিজেপি চলছে, সেভাবে ক্ষমতা দখল হবে না।’
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের