অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন ! দলের কর্মীদের বার্তা তৃনমূল বিধায়কের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন ! দিনহাটার তৃনমূল বিধায়ক উদয়ন গুহের এক বিস্ফোরক মন্তব্য নিয়ে তোলপাড় তৃণমূলের অন্দর মহল। কর্মী সভায় পরামর্শ দিতে গিয়েছিলেন কিন্তু সেটা বুমেরাং হয়ে যাবে সেটা তিনি বুঝতে পারেন নি। কর্মী সভায়  তিনি বলেন , অনেক তো খেয়েছেন, ভবিষ্যতেও খেতে পারবেন, আগামী ৬ মাস যদি খাওয়া বন্ধ রাখেন সামনে আরও সুযোগ পাবেন।

Mamata Banerjee , TMC

দিনহাটায় বিশেষ কর্মী সভায় উপস্থিত থেকে সবার সামনে এমন কথা বলেন যা নিয়ে বিধায়ক নিজে অনেকটাই চাপে। আসলে গ্রামের পঞ্চায়েত স্তরে যে লুঠত রাজ চলছে সেটার বিরুদ্ধে বলতেই তিনি মুখ খুলেছিলেন। পরে এই নিয়ে সূত্রের মাধ্যমে আরও খবর পাওয়া যায় যে, দিনহাটার ২ নং গ্রাম পঞ্চায়েতের কর্মীসভাতে তিনি বলেন এই কথা। পঞ্চায়েত ও প্রধানদের শাসন ও পরামর্শ দিতেই বলেন, অনেক তো খেয়েছেন, ভবিষ্যতেও খেতে পারবেন, আগামী ৬ মাস যদি খাওয়া বন্ধ রাখেন সামনে আরও সুযোগ পাবেন। সেই খবর নিমিষের মধ্যে  সোশাল নেটওয়ার্ক-এ ভাইরাল, যা নিয়ে বিতর্কের মধ্যে খোদ উদয়ন গুহ।

আরো পড়ুন:- ২১শের বিধানসভায় বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ? এক্সিটপোল পর্ব – আলিপুরদুয়ার

আর এই সুযোগ পেতেই ময়দানে বিরোধীরা। শাসক দল তৃণমূলকে চাপে ফেলতে বাক্যবাণে তাদের বিদ্ধ করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কোচবিহার জেলা বিজেপি সভাপতি মালতী রাভা বলেন, বিধায়ক যে এই কাজের সাথে যুক্ত সেটা তার কথার মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। তাই তারা মানুষের চোখে ভাওতা দিয়ে আগামী ৬ মাস কাজ করবে, যাতে পরেও আরও বেশী করে খেতে পারে। কিন্তু মানুষ সব বুঝে গেছে, যার যোগ্য জবাব মানুষ দেবে। তৃণমূল পুরো দুর্নীতিবাজ তাই ২১এর ভোটে মানুষ তাদের হারাবে এমন মত বাম কংগ্রেসের।

Highlights

1. অনেক খেয়েছেন, ৬ মাস বন্ধ রাখুন !

2.  দলের কর্মীদের বার্তা তৃনমূল বিধায়কের

#TMC #BJP

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন