Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। এবার তারই পালটা দিল বাংলাদেশ। ভারতের মন্তব্যকে ‘ভিত্তিহীন ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী’ বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই সন্ন্যাসীর গ্রেপ্তারির ঘটনার ‘অপব্যাখ্যা’ করেছে কোনও কোনও মহল।, বাংলাদেশের সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ শুধু যে ঘটনাকে ভুল ভাবে তুলে ধরে তাই নয়, দুই দেশের মধ্যে বন্ধুত্বের যে আবেগ সেটাকেও অস্বীকার করে।’
আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
গত সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তখনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দারা। ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবারই বিবৃতি দিয়ে এই গ্রেপ্তারিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে আখ্যা দেয়। মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশের সরকারকে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আবেদন জানাচ্ছি। এমনকি চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর শান্তিপূর্ণ প্রতিবাদী সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য রাখছি।’
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
বাংলাদেশের বিদেশমন্ত্রকের অবশ্য দাবি, ‘ভারতের বক্তব্যে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ রয়েছে, এবং তা বজায় রাখতে সরকারের যে চেষ্টা রয়েছে, তার কোনও প্রতিফলন নেই।’ তাঁরা জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের কোনও বাধা ছাড়াই নিজের নিজের ধর্মাচরণ করার পূর্ণ অধিকার রয়েছে। প্রসঙ্গত মাস খানেক আগে বাংলাদেশে দুর্গাপুজোর আয়োজনের প্রসঙ্গও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে এও জানানো হয়েছে, এই দেশে বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং সরকার কখনই বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করে না।
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, শূন্য পদ সংখ্যা রয়েছে ১৬৯ টি👇🏻https://t.co/Ew7NpGdoj1
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
BSF কনস্টেবল পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ👇🏻https://t.co/p8Okk5Net5
— Daily Khabor Bangla (@daily_khabor) November 22, 2024
NLC ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্য পদ সংখ্যা ৩৩১ টি👇🏻https://t.co/BlrFxVjHRT
— Daily Khabor Bangla (@daily_khabor) November 24, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের