একমাস ধরে ডিজিটাল অ্যারেস্ট ! ৩.৮ কোটি খোয়ালেন মুম্বইয়ের বৃদ্ধা

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে বিপুল টাকা খোয়ালেন মুম্বইয়ের এক ৭৭ বছরের বৃদ্ধা। সূত্রের খবর, প্রায় একমাস ধরে চলা এই সাইবার প্রতারণার মাধ্যমে ৩.৮ কোটি টাকা খোয়া যায় তাঁর। জানা গিয়েছে, ওই প্রৌঢ়া গৃহবধূ তাঁর অবসরপ্রাপ্ত স্বামীর সঙ্গে বসবাস করেন। প্রতারকেরা তাঁকে মিথ্যা অর্থ পাচারের মামলার অজুহাতে এক মাস ধরে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে ধাপে ধাপে এই টাকাটি হাতিয়ে নেয়।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

সূত্রের খবর, কিছুদিন আগে ওই বৃদ্ধার কাছে একটি হোয়াটস্যাপ কল আসে। ফোনের ওপার থেকে প্রতারকেরা নিজেদের পুলিশের শীর্ষ আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে বলে, তাইওয়ানে পাঠানো তাঁর একটি পার্সেল তাঁরা আটক করেছে। ওই পার্সেলে পাঁচটি পাসপোর্ট, একটি ব্যাঙ্কের এটিএম কার্ড, বেশ কিছু কাপড় এবং মাদক মিলেছে বলেও জানানো হয়। এর জবাবে বৃদ্ধা এমন কোনও পার্সেল পাঠানোর কথা অস্বীকার করলে তাঁকে বলা হয় যে, আধার কার্ডের নম্বরের মাধ্যমে তাঁকে সনাক্ত করা হয়েছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এরপরে ফোনকলটি স্তানান্তরিত করা হয় অপর এক ভুয়ো পুলিশ আধিকারিকের কাছে। এইভাবে একাধিক ব্যাক্তি পুলিশ কর্তা পরিচয়ে কথা বলে তাঁর সঙ্গে। গ্রেপ্তারির ভয় দেখিয়ে প্রায় একমাস ধরে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় তাঁকে। এরই মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ হাতিয়ে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁকে টাকা পাঠানোর কথা বলে প্রতারকেরা। তিনি নির্দোষ প্রমাণিত হলে এই টাকা তাঁকে ফেরত দিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। এক মাস ধরে এই অ্যাকাউন্টগুলিতে ৩ কোটি ৮০ লক্ষ টাকা পাঠান ওই বৃদ্ধা। এরপর একসময় তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। এরপরেই অভিযোগ জানানো হয় মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন