‘দেশ কি তোর বাপ-দাদার” ? বাংলাদেশে হুঙ্কার হিন্দুদের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

671e083dc8e9d-bangladesh-hindu-273025582-16x9

Bangla News Dunia , Pallab : হাসিনার পতনের পর থেকেই হিংসা-আক্রমণের শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। কখনও জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি-দোকানপাট, কোথাও আবার নৃশংসভাবে হত্যা করা হয়েছে হিন্দুদের, এমনটাই অভিযোগ। ওপার বাংলায় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

হিংসার ঘটনা লাগাতার ঘটছিলই। চলতি সপ্তাহ থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে ঘিরে। বাংলাদেশে হওয়া হিন্দুদের উপরে অত্যাচার নিয়েই সরব হয়েছিলেন চিন্ময় দাস। গত অক্টোবরে চট্টগ্রামে যে মহামিছিলের আয়োজন করা হয়েছিল, তার নেতৃত্বও দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। দেশদ্রোহিতার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে অশান্তি শুরু হয়েছে। চট্টগ্রাম, রংপুর, ঢাকা সহ একাধিক জায়গায় হিন্দুদের উপরে হামলা ঘটনা সামনে এসেছে। এদিকে, মঙ্গলবারই এক আইনজীবীর মৃত্য়ুকে ঘিরেও বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংখ্যাগুরু জনগোষ্ঠী নিশানা করেছে সংখ্যালঘুদেরই।

আর এই হুমকির প্রতিবাদেই সুর চড়িয়েছে সংখ্যালঘুরা। হিন্দু ও সংখ্যালঘুরা হিংসার প্রতিবাদে স্লোগান উঠেছে “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার?”। নতুন করে দিকে দিকে শোনা যাচ্ছে এই স্লোগান। #Short News

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন