কেন্দ্রের সাথে পাল্লা, ২৫০০ টাকার মাসিক প্রকল্প শুরু করল এই রাজ্য সরকার

By Bangla news dunia Desk

Published on:

Dearness-Allowance-money

 

Bangla News Dunia, দীনেশ :- প্রবীণ নাগরিকদের জন্য বড় সুখবর নিয়ে আসলো আম আদমি পার্টির সরকার। জাতীয় রাজধানীতে এবার থেকে ৫ লক্ষ ৩০ হাজারেরও বেশি প্রবীণ নাগরিক মাসে ২৫০০ টাকা করে পেনশন পাবেন।

এই ঘোষণা করেছেন আম আদমি পার্টির জাতীয় সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন শীঘ্রই আরও ৮০ হাজার নতুন পেনশনের জন্য আবেদন গ্রহণ করা হবে।

ডবল ইঞ্জিন বনাম একক ইঞ্জিন সরকার 

অরবিন্দ কেজরিওয়াল সরাসরি বিজেপি সরকারকে সমালোচনা করে উল্লেখ করেন, “ডবল ইঞ্জিন সরকারের অধীনে প্রবীণ নাগরিকরা মাত্র ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পাচ্ছেন। অথচ দিল্লির একক ইঞ্জিন সরকারে আমরা প্রবীনদের ২৫০০ টাকা পর্যন্ত পেনশন দিচ্ছি।”

তিনি আরো জানান, পেনশন পোর্টালটি চালু হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ১০ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। কেজরিওয়ালের মতে বিজেপি সরকার প্রবীণদের পেনশন বন্ধ করার ষড়যন্ত্র করছিল। কিন্তু আম আদমি পার্টি সেই ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে প্রবীণদের পাশে দাঁড়িয়েছে। 

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

কিভাবে পেনশন পাবেন?

দিল্লি সরকারের এই পেনশন প্রকল্পের অধীনে নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিমাণে অর্থ প্রদান করা হবে।

  • ৬০ থেকে ৬৯ বছর বয়সীদের জন্য প্রতি মাসে ২০০০/- টাকা পেনশন দেওয়া হবে। 
  • ৭০ বছরের উর্ধ্বে নাগরিকদের জন্য প্রতি মাসে ২৫০০/-  টাকা পেনশন দেওয়া হবে।

কেজরিওয়াল বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার আগে এই পেনশন ছিল মাত্র ১০০০ টাকা। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর তা দ্বিগুণ করে ২০০০ টাকা এবং ২৫০০ টাকা করেছি।”

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

লক্ষীর ভান্ডারের মতোই জনপ্রিয়তা

পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যেভাবে পিছিয়ে পড়া মহিলারা উপকৃত হন, দিল্লির এই পেনশন প্রকল্পও তেমনই প্রবীণ নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রতি মাসে প্রবীণ নাগরিকরা ৫০০ থেকে ১০০০ টাকা আগে পেতেন। কিন্তু তারা এখন পাবেন ২০০০ থেকে ২৫০০ টাকা। দিল্লি সরকারের এই পদক্ষেপে প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে।

 

আবেদন প্রক্রিয়া

যারা এই প্রকল্পের আয়তায় এসে পেনশন নিতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সরকার পেনশন প্রাপ্তির জন্য সহজ এবং দ্রুত প্রক্রিয়া চালু করেছে, যাতে প্রত্যেক প্রবীণ নাগরিক এই পেনশন স্কিমের অধীনে এসে প্রতি মাসে পেনশন পান। 

অরবিন্দ কেজরিওয়াল সরকারের এই পদক্ষেপ প্রবিণ নাগরিকদের জন্য এক বড় উপহার। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা প্রবীণ নাগরিকরা এই পেনশন প্রকল্পের মাধ্যমে আর্থিক সুরক্ষা পাবেন এবং তাদের জীবন আরো সচ্ছল হয়ে উঠবে।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন