‘বিরোধীদের মনস্কামনা পূরণ আদালতের কাজ নয়’, চন্দ্রচূড়

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- দেশের বিচার ব্যবস্থা নিয়ে ফের মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। তিনি বললেন, আদালত (Judiciary) বিরোধী দলের ভূমিকা নিতে পারে না। আদালতের কাজ আদালত করবে, বিরোধীদের কাজ বিরোধীরা।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সম্প্রতি বলেন, ‘কংগ্রেসকে বাধ্য হয়ে গণমাধ্যম, তদন্ত সংস্থা এবং আংশিকভাবে বিচার ব্যবস্থার কাজ করতে হচ্ছে।’ কংগ্রেস নেতার নাম না করেও তাঁর এহেন বক্তব্যেরই জবাব দিয়েছেন চন্দ্রচূড়। ভারতের বিচার ব্যবস্থা ঠিক কী, সেটাই তিনি তুলে ধরেছেন তাঁর বক্তব্যে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

চন্দ্রচূড় বলেছেন, ‘আমাদের দেশে বিচার ব্যবস্থার প্রধান কাজ আইনের যাবতীয় খুঁটিনাটি যাচাই করা। সংবিধান ও আইনকে ব্যাখ্যা করা। কিন্তু সবসময় মাথায় রাখা উচিত, সংসদ বা বিধানসভায় বিরোধী দলের যে ভূমিকা, তা বিচার ব্যবস্থা পালন করতে পারে না। আদালতের কী কাজ তা সংবিধানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিরোধী দল যেভাবে চাইবে, সেভাবে চলা আদালতের কাজ নয়।’

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

চন্দ্রচূড় মনে করিয়ে দেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধীদের জন্য সবসময় একটা আলাদা জায়গা রয়েছে। তাঁর কথায়, ‘আমি বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে কোনও আলোচনা করতে চাই না। এখন সেই সময়ও নয়। কিন্তু মনে রাখতে হবে, এটা কখনওই মনে করা উচিত নয় যে, সংসদে বিরোধী দলের ঢাল হিসাবে আদালত কাজ করবে।’

তবে আইনকে কোনওভাবেই হাতে তুলে নেওয়া উচিত নয় বলে জানিয়েছেন চন্দ্রচূড়।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন